পূর্ব শত্রুতার জেরে সরকারি রাস্তা নির্মাণে বাধা
উকিল কমিশন গিয়ে দেখলেন রাস্তা না থাকায় দুর্ভোগে শতাধিক পরিবার

মো: মাহবুবুর রহমান, ঝালকাঠি : পূর্ব শত্রুতার জের ধরে ঝালকাঠিতে সরকারী রাস্তা তৈরীতে অহেতুক বাধা দেয়ার প্রমান পেয়েছে উকিল কমিশন। আদালতের নির্দেশে রবিবার দুপুরে ঝালকাঠি সদর উপজেলার মানপাশা গ্রামের গাববাড়ি এলাকায় সরেজমিনে তদন্তে গিয়ে পূর্বের নিবন্ধনকৃত রাস্তার সন্ধান পেয়েছেন বলে জানিয়েছেন সংশ্লিষ্ট আইনজীবি।
সরেজমিন তদন্তের সময় ঝালকাঠির বিভিন্ন গণমাধ্যমকর্মীরা ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
জানা গেছে, ঝালকাঠি সদর উপজেলার বিনয়কাঠি ইউনিয়নের মানপাশা গাববাড়ি থেকে কাদের মেম্বার বাড়ি হয়ে মহব্বত আলী হাওলাদার বাড়ি পর্যন্ত ইটসলিং রাস্তা দিয়ে যুগ যুগ ধরে চলাচল করে আসছে এলাকাবাসী। সম্প্রতি স্থানীয় সরকার প্রকৌশল বিভাগ থেকে রাস্তাটি পাকা করনোর জন্য ঠিকাদার কার্যাদেশ পেয়ে কাজ শুরু করলে স্থানীয় একটি বাড়ির লোকজন বাধা দেয়। এলাকাবাসী একত্রিত হয়ে বারবার রাস্তার কাজ শুরু করতে চাইলেও বাধার মুখে পরে কাজ শুরু করতে পারেনি ঠিকাদার। এ কাজটি বন্ধ করার জন্য ঐ পক্ষটি ঝালকাঠি আদালতে একটি মামলা দায়ের করে। আদালত জনগুরুত্বপুর্ন এ পুরাতন রাস্তা যাচাই বাচাই করার জন্য উকিল কমিশনের নির্দেশ দেন।
স্থানীয়রা জানান, বিনয়কাঠি ইউনিয়নের মানপাশা গাববাড়ি থেকে কাদের মেম্বর বাড়ি হয়ে মহব্বত আলী হাওলাদার বাড়ি পর্যন্ত ইটসলিং রাস্তা দিয়ে যুগ যুগ ধরে চলাচল করে আসছে। এ রাস্তা থেকে প্রতিদিন শতাধিক স্কুল কলেজগামী শিক্ষার্থীসহ মানুষজন উপজেলা শহরে যাতায়াত করে আসছেন। সরকারী রেকর্ডভুক্তি সড়কটি পাকা করনের কার্যাদেশ পায় ঠিকাদার। ঠিকাদার কাজ শুরু করলে আওয়ামীলীগের একটি কুচক্রি মহল একটি বাড়ির লোকজনকে ভুল বুঝিয়ে রাস্তার কাজে বাধা দিয়ে আদালতে মামলা দায়ের করে। রাস্তাটি না হওয়ায় এলাকার মানুষ ভোগান্তির স্বীকার হচ্ছে। বর্ষা মৌসুমের আগে রাস্তার কাজ শেষ না করতে পারলে দুর্ভোগে পরবে স্কুল-কলেজগামী শিক্ষার্থীরা।
আদালতের নির্দেশে আ্যাডভোকেট পাখি আক্তার লিনা জানান, ঘটনাস্থলে গিয়ে আমি পুর্বের রাস্তার অবস্থান দেখে এসেছি। এলাকার মানুষের সাথে কথা বলে জানলাম ঐ রাস্তা থেকে বহু বছর যাবত এলাকার মানুষ চলাচল করে আসছে। এ সড়কটি আশিয়ার গনন সড়ক থেকে মুক্তিযোদ্ধা মহব্বত আলী হাওলাদা বাড়ি হয়ে উপজেলা সংযোগ সড়ক। সরেজমিনে যা দেখে এসেছি, আমি তাই রিপোর্ট দিবো।
(এমআর/এসপি/মার্চ ১৭, ২০২৫)