টাঙ্গাইল বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের ঠিকাদারদের আয়োজনে ইফতার মাহফিল

স্টাফ রিপোর্টার, টাঙ্গাইল : টাঙ্গাইল বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের পরিচালন ও সংরক্ষণ সার্কেলের ঠিকাদারদের আয়োজনে ইফতার ও দোয়ার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। আজ রবিবার টাঙ্গাইল বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের কেন্দ্রীয় জামে মসজিদের ২য় তলায় এ আয়োজন করা হয়।
ইফতার ও দোয়ার মাহফিলে উপস্থিত ছিলেন, বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের তত্ত্বাবধায়ক প্রকৌশলী কাজী ওবায়দুল ইসলাম, নির্বাহী প্রকৌশলী ১ মোঃ আনোয়ার হোসেন, প্রকৌশলী ২ মোঃ শাহ আগীর হোসেন, প্রকৌশলী ৩ মেহেদী হাসান সুমন, ভূঞাপুর নির্বাহী প্রকৌশলী খ. কামরুজ্জামান, ঘাটাইল নির্বাহী প্রকৌশলী মোস্তাফিজুর রহমান, সখিপুর নির্বাহী প্রকৌশলী আবু বকর সিদ্দিক, কালিহাতি নির্বাহী প্রকৌশলী আব্দুল খালেক, বাংলাদেশ জাতীয় বিদ্যুৎ শ্রমিক কর্মচারী ইউনিয়ন কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি মোঃ নূরুল ইসলাম সরকার,সাধারণ সম্পাদক কাজী আমজাদ হোসেন, টাঙ্গাইল প্রেসক্লাবের সভাপতি এ্যাড. জাফর আহমেদ, সাধারণ সম্পাদক কাজী জাকেরুল মওলা, মির্জা শাকিল, ঠিকাদার এসটি আজিজ তাঞ্জু,নূরুল ইসলাম, টিপু সুলতান খান, বজলুর রহমান, হাসান সাদিক খান, মোঃ সুমন আলী খান, আহমেদ রানা প্রমুখ।
এসময় টাঙ্গাইলবাসীর নিরাপদ বিদ্যুৎ সরবরাহের জন্য সন্তুষ্টি প্রকাশ করে টাঙ্গাইল প্রেসক্লাবের সভাপতি এ্যাড. জাফর আহমেদ বলেন, বিগত যেকোন সময়ের চেয়ে বর্তমানে বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড টাঙ্গাইলের বিদ্যুৎ সেবা উন্নত হয়েছে। আশা করি পবিত্র মাহে রমাজান উপলক্ষে বিদ্যুৎ বিভাগ আমাদের সন্তুষ্টজনক সেবা প্রদান করবেন। পরে বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়।
(এসএম/এসপি/মার্চ ১৬, ২০২৫)