বিশ্বজিৎ সিংহ রায়, মহম্মদপুর : মাগুরার মহম্মদপুরে দু'দিন ব্যাপী ২৬ তম বার্ষিক ভক্তসেবা ও মহোৎসব অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার উপজেলা ঝগড়দিয়া হরিমন্দির প্রাঙ্গণে হরিবল,শঙ্খ ও উলুধ্বনিতে মুখরিত হয়ে ওঠে।এছাড়া বাদ্যযন্ত্র নিয়ে বিভিন্ন এলাকা থেকে ৯টি মতুয়া দল অংশ গ্রহণ করে। গত শুক্রবার শুভ অধিবাস এর সূচনা ঘটে। 

এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মতুয়া আচার্য্য শ্রী সম্পদ ঠাকুর, ওড়াকান্দি সভাপতি, আন্তর্জাতিক মতুয়া প্রচার মহাসংঘ কেন্দ্রীয় কমিটি।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শ্যামল কুমার বিশ্বাস, সভাপতি মতুয়া মহোৎসব কমিটি ঝগড়দিয়া-মহম্মদপুর।

এ সময় অন্যান্য অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন, মতুয়া শ্রী ফেলারাম গোসাই, ভক্ত দাস, অশোক বিশ্বাস প্রমূখ।

(বিএস/এসপি/মার্চ ১৬, ২০২৫)