প্রতিটি স্কুল চলবে ওয়ান শিফটে: গণশিক্ষা উপদেষ্টা
.jpeg)
আঞ্চলিক প্রতিনধি, বরিশাল : প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের উপদেষ্টা অধ্যাপক ডা. বিধান রঞ্জন রায় পোদ্দার বলেছেন, আমাদের লক্ষ্য শিক্ষার মান উন্নয়ন করা। অবকাঠামোগত উন্নয়ন নিয়েও আমরা কাজ করবো, তবে প্রধান লক্ষ্য শিক্ষার মান উন্নয়ন। আমাদের টার্গেট প্রতিটি স্কুল চলবে ওয়ান শিফটে।
আজ রবিবার সকাল সাড়ে দশটার দিকে বরিশাল নগরীর পিটিআই অডিটোরিয়ামে প্রাথমিক শিক্ষার মানোন্নয়নে বরিশালের স্টেক হোল্ডারদের সাথে মতবিনিময় সভায় তিনি আরও বলেছেন, যেসব বিদ্যালয়ে ষষ্ঠ থেকে অষ্টম শ্রেণি পর্যন্ত চালু রয়েছে, তাদের নানা সমস্যার সম্মুখীন হতে হচ্ছে। সেগুলোর বিষয়ে দ্রুত ব্যবস্থা গ্রহণ করা হবে। আগামী বছর থেকে হয়তো আর ভর্তি নেওয়া হবে না। আর যারা আছেন তারা ধীরে ধীরে বের হয়ে যাবে।
বরিশালের জেলা প্রশাসক মোহাম্মদ দেলোয়ার হোসেনের সভাপতিত্বে মতবিনিময় সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, প্রাথমিক শিক্ষা অধিদফতরের মহাপরিচালক আবু নুর মো. শামসুজ্জামান, পরিচালক মোহাম্মদ কামরুল হাসান, বরিশাল প্রাথমিক শিক্ষার বিভাগীয় উপ-পরিচালক নিলুফা ইয়াসমিনসহ বিভাগীয়, জেলা ও উপজেলা পর্যায়ের বিভিন্ন স্তরের কর্মকর্তারা। দুপুরে বরিশাল নগরীতে তিন শতাধিক প্রধানশিক্ষক ও প্রাথমিক শিক্ষা সংশ্লিষ্ট কর্মকর্তাদের সাথে প্রাথমিক শিক্ষার উন্নয়নে করণীয় বিষয়ে উপদেষ্টা মতবিনিময় করেছেন।
(টিবি/এসপি/মার্চ ১৬, ২০২৫)