সঞ্জীব কুমার দাস, কাপাসিয়া : ২৫ মার্চ গণহত্যা দিবস পালন এবং ২৬ মার্চ, মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন উপলক্ষ্যে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। আজ রবিবার সকালে উপজেলা পরিষদ সভাকক্ষে এ সভা অনুষ্ঠিত হয়েছে। 

উপজেলা নির্বাহী অফিসার তামান্না তাসনীম' এর সভাপতিত্বে সভায় মহান স্বাধীনতা দিবস ও জাতীয় দিবস যথাযোগ্য মর্যাদায় পালনের জন্য সর্বসম্মতিক্রমে বিশেষ সিদ্ধান্ত গৃহীত হয়।

এসময় উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্দা সামসুদ্দিন খান, বীর মুক্তিযোদ্ধা মফিজ উদ্দিন, বীর মুক্তিযোদ্ধা এম এ গণি, উপজেলা কৃষি অফিসার সুমন কুমার বসাক, উপজেলা প্রকৌশলী (এলজিইডি) মোঃ বেলাল হোসেন সরকার, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আব্দুল আরিফ সরকার, উপজেলা শিক্ষা অফিসার রমিতা ইসলাম, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব খন্দকার আজিজুর রহমান পেরা, মুক্তিযোদ্ধা বজলুর রশীদ মোল্লা, উপজেলা জামায়াতে ইসলামীর আমির মাওলানা ফরহাদ, বিআরডিবি চেয়ারম্যান মোঃ সেলিম হোসেন আরজু, কাপাসিয়া বাজার ব্যবসায়ী সমিতির আহ্বায়ক আফজাল হোসাইন, হোসেন মোল্লা, আনসার ভিডিপি অফিসার ফয়েজ আহমেদ, আজগর হোসেন খান, কাপাসিয়া ডিগ্রি কলেজের অধ্যক্ষ মোঃ হুমায়ূন কবির, কাপাসিয়া সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ মাহমুদুল হক, হরিমঞ্জুরী পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আব্দুল মালেক, বিআরডিবি কর্মকর্তা দিলারা আক্তার
ফকির, পরিবার পরিকল্পনা কর্মকর্তা রহিমা খাতুন, জনস্বাস্থ্য প্রকৌশলী রেজাউর রহমান প্রমুখ।

সভায় সর্বসম্মতিক্রমে গৃহীত সিদ্ধান্ত হলো, ২৫ মার্চ রাতে ব্লাক আউট কর্মসূচি পালন, ২৬ মার্চ সূর্যোদয়ের সাথে সাথে ৩১ বার তোপধ্বনি, শহীদ স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন, কাপাসিয়া সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে আনুষ্ঠানিক ভাবে জাতীয় পতাকা উত্তোলন, থানা পুলিশ, আনসার ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের অংশগ্রহণে বর্ণাঢ্য কুচকাওয়াজ, উপজেলা পরিষদ মিলনায়তনে বীর মুক্তিযোদ্ধাদের লাল গালিচা সংবর্ধনা ও আলোচনা সভা , কবিতা, চিত্রাংকন প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হবে।

(এসকেডি/এসপি/মার্চ ১৬, ২০২৫)