নড়াইলে আদালতের রায়ের আগেই জমি দখলের চেষ্টা, চলাচলের পথ বন্ধ

রূপক মুখার্জি, নড়াইল : নড়াইলের লোহাগড়া উপজেলার দিঘলিয়া গ্রামে বসতবাড়ির জমিজমা নিয়ে আদালতে মামলা বিচারাধীন থাকা সত্বেও জোর পূর্বক জমি জবর দখলের ঘটনা ঘটেছে। এতে করে, ভুক্তভোগী পরিবারের সদস্যদের চলাচলের পথ বন্ধ হয়ে গেছে। এ ঘটনার প্রতিকার চেয়ে ভুক্তভোগী আজ শনিবার দুপুরে লোহাগড়া থানায় একটি অভিযোগপত্র দাখিল করেছেন।
এলাকাবাসী ও অভিযোগ সূত্রে জানা গেছে, উপজেলার দিঘলিয়া ইউনিয়নের দিঘলিয়া (ঋষি পাড়া) গ্রামের নির্মল কুমার বিশ্বাস দীর্ঘদিন ধরে পৈত্রিক সূত্রে প্রাপ্ত জমিতে বাড়িঘর নির্মাণ করে স্ত্রী সন্তানদের নিয়ে শান্তিপূর্ণ ভাবে বসবাস করে আসছেন।
কিন্তু শরীকদের দাবীর প্রেক্ষিতে নির্মল কুমার বিশ্বাস ২০১৭ সালে নড়াইলের বিজ্ঞ সহকারী জজ আদালতে একটি বিভাগ বন্টকনামা মোকদ্দমা দায়ের করেন। দীর্ঘদিন মামলা পরিচালনা করার পর বিজ্ঞ আদালত চলতি বছরের ১৯ জানুয়ারি নির্মল কুমার বিশ্বাসের পক্ষে প্রাথমিক ডিগ্রি প্রাপ্তির আদেশ দেন।
এ খবর জানাজানি হলে একই গ্রামের বিবাদী মৃত চৈতন্য বিশ্বাসের ছেলে কিংকর বিশ্বাসের নেতৃত্বে মনমালী বিশ্বাস, সনজিত, অমল, জগদীশ, তাপস, সদানন্দসহ ১২/১৩ জনের একদল দূর্বৃত্ত বিবাদমান জমি জবর দখল করে বাঁশ দিয়ে বেড়া নির্মাণ করে এবং বাড়িতে প্রবেশের রাস্তা বন্ধ করে দিয়েছে বলে অভিযোগে প্রকাশ।
এ ঘটনার পর ভুক্তভোগী নির্মল কুমার বিশ্বাস বাদী হয়ে শনিবার (১৫ মার্চ) দুপুরে লোহাগড়া থানায় একটি অভিযোগপত্র দাখিল করেছেন।
এ বিষয়ে বিবাদী কিংকর বিশ্বাসের সাথে যোগাযোগ করা হলে তিনি জমি জবর দখলের পক্ষে কোন সদুত্তর দিতে পারে নাই।
লোহাগড়া থানার ইন্সপেক্টর (তদন্ত) আব্দুল্লাহ আল মামুন অভিযোগ প্রাপ্তির বিষয়ে জানান, পুলিশ ঘটনাস্হল পরিদর্শন করেছে এবং তদন্ত করে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে তিনি জানান।
(আরএম/এসপি/মার্চ ১৫, ২০২৫)