ধর্ষকদের বিরুদ্ধে কলাপাড়ায় ছাত্র জনতার লাঠি মিছিল

কলাপাড়া প্রতিনিধি : ধর্ষণের ফলে আট বছরের শিশুর মর্মান্তিক মৃত্যুর পরও ধারাবাহিকভাবে সারাদেশে ধর্ষণের ঘটনা বেড়ে যাওয়ায় পটুয়াখালীর কলাপাড়ায় এবার ধর্ষকদের বিরুদ্ধে লাঠি মিছিল করেছে ছাত্র জনতা।
আজ শনিবার সকালে কলাপাড়া প্রেসক্লাবের সামনে থেকে মুখে কালো কাপড় বেঁধে ধর্ষকদের বিরুদ্ধে লাঠি মিছিলটি বের হয়। মিছিল টি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে প্রেসক্লাবের সামনে এক মানববন্ধন ও ধর্ষণ বিরোধী সভা অনুষ্ঠিত হয়।
আমরা কলাপাড়াবাসী সংগঠনের সভাপতি নজরুল ইসলামের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন নাইমুর রহমান, নাজমুস সাকিব, রবিউল আউয়াল অন্তর প্রমুখ।
সভায় বক্তরা বলেন, ধর্ষনের ঘটনায় জড়িতদের দ্রুত বিচার নিশ্চিত করতে হবে। একই সাথে নারীদের সামাজিক সুরক্ষা বৃদ্ধিতে প্রশাসনকে মাঠ পর্যায়ে দায়িত্ব নিয়ে কাজ করতে হবে।
কলাপাড়ায় হঠাৎ করে ধর্ষণ, নারীদের উত্যক্তকরন, খুন, ডাকাতি চুরি বেড়ে যাওয়ায় প্রশাসনকে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক করতে কঠোর হওয়ার দাবি জানিয়ে ছাত্র জনতা এ ধর্ষণ বিরোধী লাঠি মিছিল বের করে।
(এমকে/এসপি/মার্চ ১৫, ২০২৫)