নড়াইলে সড়ক দুর্ঘটনায় নিহত বিএনপি নেতা-কর্মীদের স্মরণে আলোচনা সভা ও ইফতার মাহফিল

রূপক মুখার্জি, নড়াইল : বিগত ২০১০ সালে বিএনপির খুলনা বিভাগীয় সমাবেশে যাওয়ার পথে শিরোমণি এলাকায় মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় নিহত লোহাগড়ার কাশীপুর ইউনিয়নের বিএনপি, যুবদল ও ছাত্রদলের ১০ জন নেতা-কর্মী স্মরণে আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (১৪ মার্চ) বিকাল সাড়ে ৩টায় লোহাগড়া উপজেলার ঐতিহ্যবাহী কাশীপুর অম্বিকা চরণ মাধ্যমিক বিদ্যালয় মাঠে লোহাগড়া উপজেলা বিএনপির সভাপতি মো : আহাদুজ্জামান বাটু'র সভাপতিত্বে ও জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক টিপু সুলতানের পরিচালনায় আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন নড়াইল জেলা বিএনপির সাধারণ সম্পাদক মো : মনিরুল ইসলাম। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন নড়াইল জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক শাহরিয়ার রিজভী জর্জ, বর্তমান সাংগঠনিক সম্পাদক ইজাজুল ইসলাম বাবু, নড়াইল পৌর বিএনপির সভাপতি মো : মোজাহিদুল ইসলাম পলাশ, সাধারণ সম্পাদক মো: ফসিয়ার রহমান, লোহাগড়া উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক কাজী সুলতানুজ্জামান সেলিম, যুগ্ম সাধারণ সম্পাদক মো: মোস্তাফিজুর রহমান মোস্তাক, সাংগঠনিক সম্পাদক শাহ আলম শিকদার, লোহাগড়া পৌর বিএনপির সভাপতি মো: মিলু শরীফ, কাশীপুর ইউনিয়ন বিএনপির সভাপতি মো: নায়েব আলীসহ প্রমুখ।
আলোচনা সভা শেষে প্রধান অতিথি সড়ক দূর্ঘটনায় নিহত পরিবারের সদস্যদের মধ্যে ঈদ উপহার সামগ্রী ও আর্থিক সহযোগিতা প্রদান করা হয়। পরে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।
প্রায় দু'হাজার নেতা-কর্মী আয়োজিত স্মরণ সভায় অংশগ্রহণ করেন।
(আরএম/এএস/মার্চ ১৫, ২০২৫)