রিয়াজুল রিয়াজ, বিশেষ প্রতিনিধি : ঢাকার সাভার হতে নিখোঁজ হওয়া রাশেদ গাজী (১৮)'কে ফরিদপুর সদর উপজেলার কানাইপুর থেকে উদ্ধার করেছে র‍্যাব-১০।

শুক্রবার (১৪ মার্চ) রাত ৮ টার দিকে র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন-১০ এর অধিনায়কের পক্ষে সংস্থাটির সহকারী পরিচালক (মিডিয়া) সহকারী পুলিশ সুপার শামীম হাসান সরদার এসব তথ্য নিশ্চিত করেছেন।

র‍্যাব গত ৯ মার্চ বিকাল ৫ টার দিকে রাশেদ গাজী (১৮) ঢাকার সাভার থানাধীন মোগড়াকান্দা এলাকা হতে নিখোঁজ হয়। পরবর্তীতে রাশেদের বাবা ঢাকার সাভার থানায় একটি সাধারণ ডায়েরী করেন। ওই ঘটনায় ঢাকার সাভার থানা পুলিশ কর্তৃক প্রাপ্ত অধিযাচন পত্রের ভিত্তিতে র‌্যাব-১০ এর একটি আভিযানিক দল ঢাকার সাভার থানার সাধারণ ডায়েরি এর ভিত্তিতে ভিকটিম রাশেদ গাজী (১৮)কে ১৪ মার্চ বিকাল ৪ টায় ফরিদপুরের কোতয়ালী থানার কানাইপুর এলাকা হতে উদ্ধার করে।

রাশেদ গাজী ঢাকা জেলার সাভার থানার মোগড়াকান্দা গ্রামের আল আমিন বলে জানা যায়। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলেও জানায় র‌্যাব।

(আরআর/এএস/মার্চ ১৪, ২০২৫)