শিশু আছিয়ার ধর্ষকের শাস্তির দাবিতে আগৈলঝাড়ায় মানববন্ধন বিক্ষোভ সমাবেশ

আঞ্চলিক প্রতিনধি, বরিশাল : মাগুরার শিশু আছিয়াসহ সকল ধর্ষণের বিচার ও ধর্ষকের সর্বোচ্চ শাস্তির দাবি জানিয়ে বরিশালের আগৈলঝাড়ায় মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
আজ শুক্রবার বাদ জুম্মা সচেতন ছাত্রসমাজ ও ধর্ষণ বিরোধী মঞ্চের আয়োজনে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশে উপস্থিত ছিলেন বরিশাল বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সিনিয়রযুগ্ম আহ্বায়ক মুহসিন উদ্দিন, যুগ্ম আহ্বায়ক মিনহাজ শিকদার।
আগৈলঝাড়া উপজেলা ছাত্রদলের সদস্য সচিব রাতুল ইসলাম সাহেদ, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন আগৈলঝাড়া উপজেলা শাখার সদস্য মো. মাহবুব হাওলাদার, মো. আসাদুজ্জামান নূর, বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির আগৈলঝাড়া উপজেলা সভাপতি মো. কাঈফুর রহমান।
শেষে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন উপজেলা কেন্দ্রীয় জামে মসজিদের পেশ ইমাম হাফেজ মাওলানা ফজলুল হক।
(টিবি/এসপি/মার্চ ১৪, ২০২৫)