আগৈলঝাড়ায় গৃহবধূর লাশ উদ্ধার

আঞ্চলিক প্রতিনধি, বরিশাল : বরিশালের আগৈলঝাড়ায় এক গৃহবধূর লাশ উদ্ধার করেছে পুলিশ।
আগৈলঝাড়া থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) সুশংকর মল্লিক জানান, উপজেলার রাজিহার ইউনিয়নের পূর্ব গোয়াইল গ্রামের প্রবাসী সবুজ মজুমদারের স্ত্রী, এক সন্তানের জননী বিথী রানী বিশ্বাস শ্বশুর পরিবারের নির্যাতন সইতে না পেরে বৃহস্পতিবার বিকেলে বাড়ির একটি গাছের সাথে গলার ওড়না পেচিয়ে গলায় ফাঁস দেয়।
খবর পেয়ে এসআই সমীর রায় ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে।
আজ শুক্রবার সকালে লাশের পোস্ট মর্টেমেরে জন্য বরিশাল শেবাচিম হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েচে। এঘটনায় প্রাথমিকভাবে থানায় অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে।
(টিবি/এসপি/মার্চ ১৪, ২০২৫)