নির্মল কুমার সাহা, সোনারগাঁ : মাগুরার শিশু আছিয়ার মৃত্যুতে দেশবাসীর চোখের পানি শুকানোর আগেই নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে পাঁচ বছরের শিশুকে ধর্ষণ চেষ্টার ঘটনা ঘটেছে। এ ঘটনায় মনসুর আলী (৩৫) নামে এক ব্যক্তিকে আটক করেছে এলাকাবাসী।  

গত বৃহস্পতিবার (১৩ মার্চ) সন্ধায় সোনারগাঁ উপজেলার কাঁচপুর পুরান বাজার রংপুর গলি এলাকায় এসহাকের বাড়িতে এ ঘটনাটি ঘটে। পরে একই দিন দিবাগত রাত ১১ টার দিকে শিশুটির বাবা-মা বিষয়টি জানতে পারে।

স্থানীয় সূত্র জানায়, ধর্ষণের চেষ্টার শিকার ওই শিশুটির মা-বাবা দুজনেই গার্মেন্টসে কাজ করেন। মেয়ের নিরাপত্তায় কাজে যাওয়ার সময় শিশুটিকে দেখে রাখার জন্য এক কাজের মহিলার কাছে রেখে যান। প্রতিদিনের মতো বৃহস্পতিবারও তারা বাড়ির কাজের বুয়ার কাছে রেখে কাজে চলে যান। কাজ শেষে বাড়িতে ফিরলে রাত এগারোটার দিকে ওই শিশু নিজেই তার বাবা মায়ের কাছে তার সাথে হওয়া ঘটনা জানায়।

বাড়িতে বাবা-মা না থাকার পাশাপাশি বুয়াও বাড়ি না থাকার সুযোগে ওই শিশুটিকে ধর্ষণের চেষ্টা করে লম্পট মনসুর।

পরে বিষয়টি এলাকাবাসীকে জানালে এলাকাবাসী ধর্ষক মনসুর আলীকে আটক করে গণধোলাই দিলে নিজেই তার অপরাধের কথা স্বীকার করে, পরে তাকে পুলিশে সোপর্দ করা হয়।

লম্পট মানসুর আলী রংপুর জেলার,কোতোয়ালি থানার কাটাবাড়ি গ্রামের বাসিন্দা। বর্তমানে তাকে পুলিশের হেফাজতে রাখা হয়েছে।

সোনারগাঁ থানার উপ পরিদর্শক (এসআই) সামরুল হোসেন বলেন,বাচ্চার বাবা-মা কাজ শেষে বাসায় ফিরে আসার পর তাদের কাছে শিশু বিষয়টি জানায়। পরে বাবা-মা অভিযুক্তকে জিজ্ঞেস করলে ধর্ষণ চেষ্টার কথা স্বীকারোক্তিও দেয় এবং এযাত্রায় তাকে ক্ষমা করে দিতে বলেন। পরবর্তীতে ভুক্তভোগীর পরিবার এ ঘটনা সম্পর্কে বাড়ির মালিকসহ স্থানীয়দের জানালে তারা গণপিটুনি দিয়ে পুলিশে দেয়। তার বিরুদ্ধে ধর্ষণচেষ্টার মামলা প্রক্রিয়াধীন আছে বলেও জানান তিনি।

(এনকেএস/এসপি/মার্চ ১৪, ২০২৫)