রিপন মারমা, রাঙ্গামাটি : রাঙ্গামাটির কাপ্তাই ঐতিহ্যবাহী চিৎমরম বৌদ্ধ বিহারে ধর্মীয় অনুষ্ঠান শেষে বাড়ি ফেরা হলোনা  চিনগ্ধী চাকমা। রাঙ্গামাটি চন্দ্রঘোনা-বাঙ্গালহালিয়া সড়কের বাঙ্গালহালিয়া পুলিশ ক্যাম্পের অদূরে সিএনজি এবং ট্রাকের মুখোমুখি সংঘর্ষে  সিএনজিতে থাকা আদিবাসী চিনগ্ধী চাকমা (৫৫) নামে এক নারী যাত্রী নিহত হয়েছেন।

পরিবার সুত্রে জানা যায়, গত বুধবার চিৎমরম বৌদ্ধ বিহারে এসেছিলেন চিনগ্ধী চাকমা ও তার স্বামী সুরেশ চন্দ্র চাকমা ধর্মীয় পূজা শেষে বাড়ি ফেরা পথে এই দুর্ঘটনায় কবলে পরে বেশ কয়েকজন।

পারিবারিক সূত্রে আরও জানান, আজ রাঙ্গামাটি হাসপাতাল থেকে ময়নাতদন্ত শেষে তার লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়। তার গ্রামের বাড়ি রাঙ্গামাটি জেলার জুরাছড়ি উপজেলায় ধুমধুম মৌজা তারা ঔ গ্রামে স্থায়ী বাসিন্দা। দুর্ঘটনার নিহত চিনগ্ধী চাকমা দম্পতির তিন ছেলে এক মেয়ে আছে। মেয়ের নাম বাদি মিলি চাকমা, ছেলের নাম পূর্ণিমা সেন, আশীষ বিজয়, মানিক চান চাকমা। তারা সবাই পেশায় পেশাজীবী জুম চাষ। একি দুর্ঘটনায় নিহতের স্বামী আহত চট্রগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন (আশঙ্কাজনক) অবস্থায় আছেন। নিহতের মৃতদেহটি আগামীকাল সৎকার করা প্রস্তুতি চলছে।

(আরএম/এসপি/মার্চ ১৪, ২০২৫)