বোয়ালমারীতে ট্রাক চাপায় কৃষকের মৃত্যু

কাজী হাসান ফিরোজ, বোয়ালমারী : ফরিদপুরের বোয়ালমারীতে ট্রাক চাপায় মো. বাকি মল্লিক (৬০) নামে একজন কৃষক নিহত হয়েছে। এ সময় মো. জালাল মিয়া (৬৫) নামে আরেকজন মারাত্মকভাবে আহত হয়।
আজ শুক্রবার সকালে উপজেলার সাতৈর ইউনিয়নের কানখরদীতে মাঝকান্দি-ভাটিয়াপাড়া আঞ্চলিক মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহত বাকি মল্লিক একই ইউনিয়নের কানখরদী পশ্চিমপাড়া গ্রামের মৃত হানিফ মল্লিকের ছেলে। অপর আহত জালাল মিয়া একই এলাকার বাসিন্দা।
সরেজমিনে গিয়ে জানা যায়, বাকি মল্লিক ও জালাল মিয়া নামাজ পড়ে বাড়ি থেকে স্থানীয় কানখরদী বাজারে যায়। এসময় বোয়ালমারী গামী আলুর ট্রাক তাদের চাপা দেয়। এ ঘটনায় বাকি মল্লিক ঘটনা স্থলে মারা যান। জালাল মিয়ার বাম পা ভেঙে যায়। তাকে চিকিৎসার জন্য ঢাকা পাঠানো হয়েছে।
বোয়ালমারী থানার অফিসার ইনচার্জ (ওসি) মাহমুদুল হাসান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ট্রাক চাপায় বাকি মল্লিক নামে একজন নিহত হয়েছে। অপরজন জালাল মিয়া মারাত্মক আহত হয়ে চিকিৎসা নিচ্ছেন। তবে ঘাতক ট্রাক চাপা দিয়ে পালিয়ে যায়। ভুক্তভোগীদের কোন অভিযোগ না থাকায় লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
(কেএফ/এসপি/মার্চ ১৪, ২০২৫)