আঞ্চলিক প্রতিনধি, বরিশাল : হাতে ধারালো দা নিয়ে নির্জন বাড়িতে প্রবেশ করে হত্যার ভয় দেখিয়ে এক প্রতিবন্ধী তরুনীকে ধর্ষণের অভিযোগে থানা পুলিশ ধর্ষক খোকন কবিরাজকে (৩৫) গ্রেপ্তার করেছে।

আজ শুক্রবার সকালে নির্যাতিতা তরুণীকে বরিশাল শেবাচিম হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে (ওসিসি) পাঠানো হয়েছে।

তথ্যের সত্যতা নিশ্চিত করে মুলাদী থানার ওসি (তদন্ত) মো. মমিন উদ্দিন জানান, বৃহস্পতিবার সন্ধ্যায় পৌরসভার চরডিক্রী এলাকা থেকে ধর্ষক খোকন কবিরাজকে গ্রেপ্তার করা হয়েছে। সে (খোকন) চরডিক্রী গ্রামের মোহাম্মদ কবিরাজের ছেলে। এ ঘটনায় নির্যাতিতার বাবা বাদি হয়ে থানায় মামলা দায়ের করেছেন। ওই মামলায় গ্রেপ্তার দেখিয়ে ধর্ষক খোকন কবিরাজকে দুপুরে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।

ওসি আরও জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে খোকন কবিরাজ প্রতিবন্ধী তরুণীকে ধারালো দা দিয়ে জবাই করার ভয় দেখিয়ে ধর্ষণ করার কথা স্বীকার করেছে।

পুলিশ সূত্রে জানা গেছে, ওই তরুণীর খালু মৃত্যুবরণ করায় তার বাবা-মা বৃহস্পতিবার দুপুরে সেখানে গিয়েছিলেন। প্রতিবন্ধী তরুণী তার ভাইয়ের ছেলের সাথে বাড়িতে ছিলেন। বেলা দুইটার দিকে তরুণীর ভাইয়ের ছেলে খেলতে বাড়ির বাহিরে বের হয়। এ সুযোগে প্রতিবেশী খোকন কবিরাজ দা হাতে তরুণীর বাড়িতে গিয়ে জবাই করার ভয় দেখিয়ে তরুণীকে ধর্ষণ করে। কিছুসময় পর তরুণীর ভাইয়ের ছেলে বাড়িতে ফিরে ঘটনা দেখতে পায়।

(টিবি/এসপি/মার্চ ১৪, ২০২৫)