আঞ্চলিক প্রতিনধি, বরিশাল : বরিশালের গৌরনদীতে অভিযান চালিয়ে পাঁচ মণ জাটকা জব্দ করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার দিবাগত রাতে ঢাকা-বরিশাল মহাসড়কের পশ্চিম বেজহার এলাকায় যাত্রীবাহি বাসে থানা পুলিশের সহযোগিতায় উপজেলা মৎস্য অফিস এ অভিযান পরিচালনা করেন।

তথ্যের সত্যতা নিশ্চিত করে উপজেলা মৎস্য কর্মকর্তা প্রসেনজিৎ দেবনাথ জানান, জাটকা পাচারের গোপন সংবাদ পেয়ে যাত্রীবাহি বাসে তল্লাশি চালানো হয়। এসময় কয়েকটি বাস তল্লাশি করে প্রায় পাঁচ মণ জাটকা জব্দ করা হয়। পরে জব্দকৃত জাটকা উপজেলা নির্বাহী অফিসারের নির্দেশনায় এতিমখানা, মাদ্রাসা ও দুঃস্থদের মধ্যে বিতরণ করা হয়।

(টিবি/এসপি/মার্চ ১৪, ২০২৫)