আঞ্চলিক প্রতিনধি, বরিশাল : সফটওয়্যার আপগ্রেডেশন জটিলতার কারনে একদিনে আবেদন, একদিনে নামজারির কাজ দীর্ঘদিন বন্ধ থাকলেও সফটওয়্যার আপগ্রেডেশন সম্পন্ন হওয়ায় বরিশালের গৌরনদীতে ফের চালু হয়েছে একদিনে আবেদন, একদিনে নামজারি। এ নিয়ে এসিল্যান্ড-গৌরনদী ফেসবুক থেকে একটি পোষ্ট করা হয়েছে। 

অপরদিকে বিষয়টি ফেসবুকে পোষ্ট করার পরপরই ভূমি সেবা প্রত্যাশিদের মধ্যে ব্যাপক সাড়া ফেলেছে।

এসিল্যান্ড অফিস সূত্রে জানা গেছে, উপজেলা ভূমি অফিসে আগামী ২৩ মার্চ থেকে পূর্বের ন্যায় ১ দিনের মধ্যে নামজারি সম্পন্ন-ক্রাশ প্রোগ্রাম শুরু হবে। এজন্য অসম্পন্ন নামজারি অথবা নামজারি বিষয়ক যেকোন পরামর্শের জন্য উপজেলা ভূমি অফিসের সেবাকুঞ্জ বুথে সকাল নয়টা থেকে দুপুর ১টার মধ্যে সেবা প্রত্যাশিদের আসতে বলা হয়েছে।

নামজারির জন্য প্রয়োজনীয় ডকুমেন্টস হিসেবে আবেদনকারীর জাতীয় পরিচয়পত্র/পাসপোর্ট/জন্ম নিবন্ধন সনদ,আবেদনকারীর সদ্য তোলা পাসপোর্ট সাইজের ছবি,সর্বশেষ ভূমি উন্নয়ন কর পরিশোধের রশিদ, সকল দলিল, খতিয়ানের কপি,সচল মোবাইল নাম্বার, সংশ্লিষ্ট অন্যান্য কাগজপত্র, সকল কাগজপত্রের ১ সেট ফটোকপি উপজেলা ভূমি অফিসে সংরক্ষণের নিমিত্ত জমা দিতে বলা হয়েছে।

ফেসবুক পোষ্টে আরও বলা হয়েছে, ওয়ারিশসূত্রে নামজারির ক্ষেত্রে সকল ওয়ারিশগণ একত্রে নামজারির আবেদন করলে বন্টননামা দলিল প্রয়োজন নেই (ওয়ারিশ সনদের মেয়াদকাল অনূর্ধ্ব ৩ মাস), জটিলতা পরিহারের জন্য ওয়ারিশের নিকট হতে জমি ক্রয় না করার জন্য অনুরোধ করা হয়েছে। জমি ক্রয় করার পূর্বে দাতাকে নিজ নামে রেকর্ড সংশোধনের জন্য উৎসাহিত করা হয়েছে। প্রতারক, দালাল এবং অসাধু কর্মকর্তা-কর্মচারী হতে সাবধান থেকে নামজারির জন্য সরকার নির্ধারিত ১১৭০ টাকা ব্যতিত কোন প্রকার আর্থিক লেনদেন থেকে নামজারি সেবা প্রত্যাশিদের বিরত থাকতে বলা হয়েছে। সপ্তাহের অন্য সকল কার্যদিবসে অফিসের স্বাভাবিক কার্যক্রম চলমান থাকবে বলেও উল্লেখ করা হয়েছে। এছাড়াও ভূমি সেবার বিষয়ে যেকোন প্রয়োজনে সরাসরি উপজেলা সহকারী কমিশনারের (ভূমি) সাথে কথা বলতে ফেসবুক পোষ্টের মাধ্যমে অনুরোধ করা হয়েছে।

এ বিষয়ে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. রাজিব হোসেন জানিয়েছেন, বিগত ২০২৪ সালের নভেম্বরে গৌরনদীবাসীকে সহজ উপায়ে নামজারি করে দেওয়ার জন্য একদিনে আবেদন, একদিনে নামজারি ক্রাশ-প্রোগ্রাম চালু করা হয়। কিন্তু সফটওয়্যার আপগ্রেডেশনের জন্য সেবাটি এতোদিন বন্ধ ছিলো। বর্তমানে সফটওয়্যার আপগ্রেডেশন সম্পন্ন হওয়ায় সেবাটি পূনরায় চালু করা হয়। তিনি আরও বলেন, আমি এ উপজেলায় যোগদানের পর থেকে অফিসকে দালালমুক্ত ঘোষণা করা হয়। যেকারনে সাধারণ ভূমি সেবা প্রত্যাশীরা সরকারী ফি দিয়ে সহজেই ভূমি সেবা পাচ্ছেন।

উপজেলা নির্বাহী অফিসার ও পৌর প্রশাসক মো. আবু আবদুল্লাহ খান জানিয়েছেন, দালালরা একেকটা নামজারির জন্য সরকার নির্ধারিত টাকার চেয়ে বহুগুন টাকা সেবা প্রত্যাশিদের কাছ থেকে কৌশলে নিয়ে যেত। বিষয়টি জানার পর ভূমির নামজারি ও অন্যান্য সেবা সহজ ও হয়রানিমুক্ত ভাবে দেওয়ার লক্ষে সহকারী কমিশনার (ভূমি) কে নির্দেশনা দেওয়া হয়। এরপর থেকেই সপ্তাহের প্রতি বৃহস্পতিবার একদিনে আবেদন, একদিনে নামজারি সেবা চালু করা হয়।

উল্লেখ্য, একেকটা নামজারির জন্য ২৮ দিন সময় নির্ধারিত হলেও সেবাকুঞ্জের মাধ্যমে সঠিক কাগজপত্র দিয়ে আবেদনের পর একদিনের মধ্যেই নামজারি পাবেন সেবাপ্রত্যাশিরা। এতে দালালের দৌরাত্ম রোধ হওয়ার পাশাপাশি ভূমি সেবা প্রত্যাশিদের অর্থ সঞ্চয় ও ভোগান্তি কমে যাবে।

(টিবি/এসপি/মার্চ ১৪, ২০২৫)