আগৈলঝাড়ায় গলায় খাবার আটকে শিশুর মৃত্যু

আঞ্চলিক প্রতিনধি, বরিশাল : বরিশালের আগৈলঝাড়ায় গলায় খাবার আটকে বিশ মাস বয়সী এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে।
জানা গেছে, উপজেলার রত্নপুর ইউনিয়নের বেলুহার গ্রামের হায়দার ভূইয়ার বিশ মাস বয়সী ছেলে ফাইজা ইসলামকে বৃহস্পতিবার সকালে খাবার খাওয়াচ্ছিলেন তার মা নাজমা বেগম।
খাবার খাওয়ানোর সময়ে শিশু ফাইজার শ্বাস নালীতে হঠাত খাবার আটকে যায়। মা নাজমা বেগম ছেলেকে নিজের মতো করে বিভিন্ন ধরনের টোটকা চিকিৎসা করেন। পরে গুরুতর অসুস্থ অবস্থায় ফাইজা ইসলামকে বিকেলে গৌরনদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক শিমূ ফাইজারকে ঘোষণা করেন।
(টিবি/এএস/মার্চ ১৪, ২০২৫)