মোঃ ইমাম উদ্দিন সুমন, নোয়াখালী : নোয়াখালীর সুবর্ণচরে রফিকুন্নবী ফাউন্ডেশনের আয়োজনে কৃতি শিক্ষার্থীদের সম্মাননা ও পুরস্কার বিতরণ করা হয়েছে।

আজ বৃহস্পতিবার সকালে উপজেলার চরক্লার্ক উচ্চ বিদ্যালয়ে সংগঠন আয়োজিত বৃত্তি পরীক্ষায় উত্তীর্ণ ৬৩ শিক্ষার্থীদের মাঝে সনদ ও নগদ অর্থ প্রদান করা হয়। রফিকুন-নবী ফাউন্ডেশনের চেয়ারম্যান ও চট্টগ্রাম পিবিআই এর সহকারী পুলিশ সুপার আবু জাফর মোহাম্মদ ওমর ফারুকের সার্বিক তত্ত্বাবধানে এ বৃত্তি প্রদান কর্মসূচির আয়োজন করা হয়।

অনুষ্ঠানে রফিকুন নবী ফাউন্ডেশনের সদস্য শাহাদাত হোসেনের সঞ্চালনায় মাস্টার দ্বীন মোহাম্মদ স্মৃতি ফাউন্ডেশনের চেয়ারম্যান নুরুল আলম বকুলের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন সুবর্ণচর উপজেলা নির্বাহী অফিসার সুরাইয়া আক্তার লাকী।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন ফেনী গার্লস ক্যাডেট কলেজের সহকারী অধ্যাপক মিজান বিন মজিদ, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার শাহ আলম, চর জব্বার থানার ওসি শাহিন মিয়া, বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতির ভারপ্রাপ্ত সভাপতি আলী আক্কাস, মোহাম্মদপুর ইউনিয়ন বিএনপি'র সভাপতি নুরুল ইসলাম আজাদ, চরক্লার্ক উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ছানা উল্লাহ, মোহাম্মদপুর ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান মিজানুর রহমান জিয়া, রফিকুন-নবী ফাউন্ডেশনের সদস্য আকরাম উদ্দিন প্রমুখ।

রফিকুন-নবী ফাউন্ডেশন ২০০৮ ইং সাল থেকে সুবর্ণচরের চরক্লার্ক এবং মোহাম্মদপুর ইউনিয়নে শিক্ষামুলক ও সামাজিক কার্যক্রম পরিচালনা করে আসছে। ফাউন্ডেশনের সভাপতি জানান আগামীতে পুরো সুবর্ণচরে কাজ করার পরিকল্পনা রয়েছে।

(এস/এসপি/মার্চ ১৩, ২০২৫)