মহম্মদপুরে ৭তম বার্ষিক মতুয়া মহাসম্মেলন অনুষ্ঠিত

মহম্মদপুর (মাগুরা) প্রতিনিধি : মাগুরার মহম্মদপুর উপজেলার সালধা কালী মন্দির প্রাঙ্গণে ৭তম বার্ষিক মতুয়া মহাসম্মেলন উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে অনুষ্ঠিত হয়েছে।
সালধা মতুয়া সংঘ ও গ্রামবাসীর আয়োজনে ১১মার্চ রাতে শুভ অধিবাস এর সূচনা ঘটে।
এঅনুষ্ঠানের উদ্বোধন করেন মতুয়া সম্মেলন কমিটির সাধারণ সম্পাদক অনিল কুমার বিশ্বাস। এসময় কমিটির অন্যান্য সদস্যবৃন্দ ও মতুয়া ভক্তরা উপস্থিত ছিলেন।
বুধবার ছিল অনুষ্ঠানের দ্বিতীয় দিন সকাল থেকে দল বরণ, উদ্যাম কীর্তন, রাতে হরিযাত্রা সম্পন্ন হয়। এবারের সম্মেলনে দেশের বিভিন্ন এলাকা থেকে ৫৯টি মতুয়া দল অংশগ্রহণ করে।
বৃহস্পতিবার নগরকীর্তনের মধ্য দিয়ে মতুয়া মহাসম্মেলন সমাপ্ত হয়েছে।
(বিএসআর/এএস/মার্চ ১৩, ২০২৫)