রঘুনাথ খাঁ, সাতক্ষীরা : সাতক্ষীরার কাটিয়া লস্করপাড়ায় সাংবাদিকের ব্যবহৃত মোটরসাইকেল চুরির ঘটনায় গ্রেপ্তার নাহিদ বিশ্বাসকে এক দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত। বুধবার অতিরিক্ত  মুখ্য বিচারিক হাকিম প্রণব চন্দ্র হুই শুনানী শেষে নাহিদকে জিজ্ঞাসাবাদের জন্য এক দিনের রিমান্ড মঞ্জুর করেন।

মামলার তদন্তকারী কর্মকর্তা উপপরিদর্শক পিংকু মণ্ডল জানান, নাহিদের ৩ দিনের রিমান্ড চাওয়া হয়েছিল। আদালত এক দিনের রিমান্ড মঞ্জুর করেছেন। তাকে বৃহস্পতিবার কারাগার থেকে পুলিশ হেফাজতে আনা হবে।

প্রসঙ্গত, গত ২১ ফেব্রুয়ারি রাতে ইন্ডিপেন্ডেন্ট টিভি, আজকের পত্রিকা ও বাংলাদেশ বেতারের সাতক্ষীরার স্টাফ রিপোর্টার ও সংবাদদাতা আবুল কাসেমের কাটিয়াস্থ বাড়ি থেকে গ্রিল কেটে সিড়ি ঘরে রাখা ডিসকভার মোটরসাইকেলটি চুরি করে নিয়ে যায় দুর্বৃত্তরা।এঘটনায় সাংবাদিক আবুল কাসেম গত ০৫ মার্চ অজ্ঞাতদের আসামী করে সাতক্ষীরা সদর থানায় একটি মামলা দায়ের করেন।সেই মামলায় মাদক সম্রাট নাহিদকে কাটিয়া এলাকা থেকে রবিবার রাতে গ্রেপ্তার করে পুলিশ।

(আরকে/এএস/মার্চ ১২, ২০২৫)