ফরিদপুরে সাবেক মন্ত্রীর স্ত্রী শায়লা কামালের দাফন সম্পন্ন

রিয়াজুল রিয়াজ, ফরিদপুর : ফরিদপুরে সাবেক মন্ত্রী ও বিএনপির সাবেক ভাইস চেয়ারম্যান মরহুম চৌধুরী কামাল ইবনে ইউসুফের সহধর্মিনী বেগম শায়লা কামাল চৌধুরীর দাফন সম্পন্ন হয়েছেন।
বুধবার (১২ মার্চ) বাদ আসর ফরিদপুরে তাঁর দ্বিতীয় জানাজা শেষে চৌধুরী কামাল ইবনে ইউসুফের পৈতৃক বাড়ী ময়েজ মঞ্জিলের পারিবারিক কবরস্থানে বেগম শায়লা কামালের দাফনসম্পন্ন হয়। তাঁর জানাজায় কেন্দ্রীয় ও জেলা বিএনপি'র বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী ছাড়াও অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। এর আগে বুধবার ভোর সাড়ে ৫টার দিকে ঢাকার একটি প্রাইভেট হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বেগম শায়লা কামালের মৃত্যু হয়। মরহুমার কন্যা ও বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দলের যুগ্ম-সাধারণ সম্পাদক চৌধুরী নায়াব ইউসুফ তাঁর মৃত্যুর খবর নিশ্চিত করেন।
বেগম শায়লা কামালের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি, বাংলা মহিলা দল, ফরিদপুর জেলা বিএনপি ও এর সহযোগী সংগঠনগুলো এবং বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সংস্কৃতিক গঠনসমূহ।
এদিকে, বুধবার সকাল ১১টায় রাজধানীর গুলশানে আজাদ মসজিদে মরহুমার ১ম জানাজা অনুষ্ঠিত হওয়ার পর মরহুমাকে তাঁর স্বামী পৈত্রিক ভিটা ফরিদপুর শহরে বিখ্যাত ময়েজ মঞ্জিলে নিয়ে যাওয়া হয়।
এ বিষয়ে ফরিদপুর জেলা বিএনপি'র সদস্য সচিব এসএম কিবরিয়া স্বপন 'বুধবার বাদ আসর ফরিদপুর ময়েজউদ্দিন উচ্চ বিদ্যালয় মাঠে মরহুমা বেগম শায়লা কামালের দ্বিতীয় জানাজা হয়। পরে ফরিদপুর ময়েজ মঞ্জিলে পারিবারিক কবরস্থানে মরহুমার দাফন সম্পন্ন হয়।'
(আরআর/এএস/মার্চ ১২, ২০২৫)