চৌগাছার বল্লভপুর বাঁওড়ে মাছ চাষে বাধা ও জাল কাটা মামলা, অভিযুক্ত ৬ আসামির নামে সমন জারি

যশোর প্রতিনিধি : যশোরের চৌগাছা উপজেলার বল্লভপুর বাঁওড়ে মাছ চাষে বাধা ও সমিতির সদস্যদের জাল কেটে দেওয়ার অভিযোগের মামলায় ৬জনকে অভিযুক্ত করে সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট চৌগাছা আমলী আদালতে তদন্ত প্রতিবেদন জমা দিয়েছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)।
অভিযুক্তরা হলেন- চৌগাছা উপজেলার বল্লভপুর গ্রামের নিমাই বিশ্বাসের ছেলে কার্তিক কুমার বিশ্বাস, মতলেব মন্ডলের ছেলে জিন্নাত আলী মন্ডল, ফকির চাঁন মন্ডলের ছেলে আইজেল হক, নিয়ামত আলী মল্লিক কিনুর ছেলে গহর আলী, হাশেম আলীর ছেলে সাবদার ও মুনতাজ আলীর ছেলে মনিরুল ইসলাম।
বুধবার এ তথ্য নিশ্চিত করেছেন বাদি পক্ষের আইনজীবী রুহিন বালুজ। তিনি বলেন, প্রাথমিক তদন্তে আসামিদের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হওয়ায় আদালত মামলাটি আমলে নিয়ে আসামিদের বিরুদ্ধে সমন জারি করেছেন।’
জানা যায়, চৌগাছার বল্লভপুর বাঁওড়টির ইজারাদার বল্লভপুর মৎস্যজীবী সমবায় সমিতি লিমিটেড। ভূমি মন্ত্রণালয় থেকে ৬ বছর মেয়াদে ইজারা নিয়ে সমিতির সদস্যরা মাছ চাষ করছে। ২০২৪ সালের ২১ জুন সকালে সমিতির সদস্যরা মাছ আহরণের জন্য বাঁওড়ে নামে।
এ সময় আসামিরা অস্ত্র-শস্ত্র নিয়ে বাঁওড়ে গিয়ে সমিতির সদস্যদের মাছ ধরতে বাধা দেয়। এক পর্যায়ে তাদের প্রায় সাত লাখ টাকা মূল্যের জাল কেটে নষ্ট করে দেয়। একই সাথে প্রাণনাশের হুমকি ও চাঁদা দাবি করে। সমিতির সদস্যরা বাঁওড়ে নামলে খুন করবে বলে হুমকি দিতে থাকে।
এ ঘটনার পর গত বছরের ১০ জুলাই সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট চৌগাছা আমলী আদালতে কার্তিক কুমার বিশ্বাসের নাম উল্লেখ ও অজ্ঞাতনামা ১৫/১৬জনের বিরুদ্ধে মামলা করেন বল্লভপুর মৎস্যজীবী সমবায় সমিতির সাধারণ সম্পাদক তারক কুমার বিশ্বাস। আদালত মামলাটি তদন্ত করে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনকে প্রতিবেদন দেয়ার নির্দেশ দেয়।
(এসএম/এএস/মার্চ ১২, ২০২৫)