মাগুরায় তিল চাষ বিষয়ক কৃষক প্রশিক্ষণ

মাঝহারুল হক লিপু, মাগুরা : মাগুরায় বিনার আয়োজনে স্বল্প মেয়াদী ও উচ্চ ফলনশীল জাতের তিল চাষ বিষয়ক কৃষক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে।
আজ বুধবার বিনা, মাগুরার প্রশিক্ষণ কেন্দ্রে কৃষি সম্প্রসারণ বিভাগের অতিরিক্ত পরিচালক মোঃ হাসান ওয়ারিসুল কবীর এর সভাপতিত্বে অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন বিনা মহাপরিচালক ড. মোঃ আবুল কালাম আজাদ।
উদ্বোধনী অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন বিনা মাগুরার ভারপ্রাপ্ত কর্মকর্তা ড. সুশান চৌহান। প্রশিক্ষণে প্রশিক্ষক হিসাবে উপস্থিত ছিলেন বিনা বৈজ্ঞানিক কর্মকর্তা শোভা আঞ্জুমান শাম্মী ও মোছা. রোকাইয়া সুলতানা। প্রশিক্ষণে বিভিন্ন জেলার ৭৫ জন তিল চাষী অংশ নেয়। প্রশিক্ষণ শেষে কৃষকদের মাঝে বিনামূল্যে উন্নত জাতের তিল বীজ প্রদান করা হয়।
(এমএল/এসপি/মার্চ ১২, ২০২৫)