শাহ্ আলম শাহী, দিনাজপুর : কয়েক বছর রাজস্ব ঘাটতির ধকল কাটছে না কাটতেই এবারো রাজস্ব ঘাটতিতে পড়েছে দিনাজপুরের হিলি স্থল শুল্ক স্টেশন কর্তৃপক্ষ। 

২০২৪-২৫ অর্থবছরের প্রথম ৮ মাসে জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) লক্ষ্যমাত্রা থেকে ৪৪ কোটি ১৫ লাখ টাকা রাজস্ব ঘাটতিতে রয়েছে দেশের দ্বিতীয় বৃহত্তম এ স্থলবন্দর।

কম শুল্কযুক্ত ও শুল্কমুক্ত পণ্য বেশি আমদানি হওয়ায় রাজস্ব ঘাটতিতে প্রভাব পড়েছে বলে দাবি কাস্টমস কর্তৃপক্ষের। তবে ব্যবসায়ীরা এজন্য কাস্টমসের অসহযোগিতাকে দায়ী করছেন।

হিলি স্থলবন্দর শুল্ক স্টেশনের সূত্রে জানা গেছে, চলতি ২০২৪-২৫ অর্থবছরে এনবিআর হিলি স্থলবন্দর থেকে রাজস্ব আহরণের লক্ষ্যমাত্রা নির্ধারণ করে দিয়েছে ৭৪০ কোটি টাকা। প্রথম আট মাসে লক্ষ্যমাত্রা ছিল ৪৮২ কোটি ১৫ লাখ টাকা। যার বিপরীতে আদায় হয়েছে ৪৩৮ কোটি টাকা। ফলে ৪৪ কোটি ১৫ লাখ টাকা রাজস্ব ঘাটতিতে রয়েছে বন্দরটি।

কর্তৃপক্ষের মতে, অর্থ বছরের প্রথম মাস জুলাইতে রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা ছিল ৪৫ কোটি ৯ লাখ টাকা; বিপরীতে এসেছে ৪৫ কোটি ৭৪ লাখ টাকা। আগস্ট মাসে লক্ষ্যমাত্রা ছিল ৬০ কোটি ৮৯ লাখ টাকা; বিপরীতে আহরণ হয়েছে ৪৫ কোটি ৭৪ লাখ টাকা। সেপ্টেম্বরে লক্ষ্যমাত্রা ছিল ৫৯ কোটি ৬৬ লাখ টাকা; বিপরীতে এসেছে ৫৫ কোটি আট লাখ টাকা; অক্টোবরে লক্ষ্যমাত্রা ছিল ৬২ কোটি ৬৫ লাখ টাকা; বিপরীতে আদায় হয়েছে ৭৪ কোটি ৫৫ লাখ টাকা। নভেম্বরে লক্ষ্যমাত্রা ছিল ৬৫ কোটি ১৯ লাখ টাকা; বিপরীতে এসেছে ৪৩ কোটি ৯২ লাখ টাকা। ডিসেম্বরে লক্ষ্যমাত্রা ছিল ৬৯ কোটি ২১ লাখ টাকা; বিপরীতে এসেছে ৫৩ কোটি ৭৩ লাখ টাকা। জানুয়ারিতে লক্ষ্যমাত্রা ছিল ৬৭ কোটি ৮৫ লাখ টাকা যার বিপরীতে আদায় হয়েছে ৪৯ কোটি ৩১ লাখা টাকা এবং ফেব্রুয়ারিতে লক্ষ্যমাত্রা ছিল ৫১ কোটি ৬১ লাখ টাকা যার বিপরীতে আদায় হয়েছে ৭০ কোটি ২ লাখ টাকা। এভাবেই রাজস্ব ঘাটতিতে রয়েছে দেশের দ্বিতীয় বৃহত্তম এ হিলি স্থলবন্দর।

বন্দরের ব্যবসায়ীদের অভিযোগ, কাস্টমসের অসহযোগিতা এবং হেয়ালিপনায় এর জন্য দায়ী।

(এসএস/এসপি/মার্চ ১২, ২০২৫)