একে আজাদ, রাজবাড়ী : দেড় মাস ধরে নিখোঁজ রয়েছেন রাজবাড়ীর পাংশা উপজেলার বাসিন্দা বাক-শ্রবণ  প্রতিবন্ধী হাওয়া বেগম (৪৫)। তাঁকে খুঁজতে খুঁজতে ক্লান্ত হয়ে পড়েছেন ছেলে নাইম সরদার। মায়ের নিখোঁজের বিষয়ে পাংশা থানায় জিডি করলেও পুলিশের তেমন তৎপরতা নেই বলে অভিযোগ করেন তিনি। 

হাওয়া বেগম পাংশা উপজেলার যশাই ইউনিয়নের চর-লক্ষিপুর গ্রামের মৃত ইসমাইল সরদারের স্ত্রী। গত ৪ ফেব্রুয়ারি বাড়ি থেকে রাজবাড়ী ছেলের শশুর বাড়ির উদ্দেশ্যে বের হয়ে আর ফিরে আসেননি।

নাইম সরদার বলেন, তাঁর মা বাক-শ্রবণ প্রতিবন্ধী কথা বলতে পারে না। মাঝেমধ্যে বাড়ি থেকে বের হয়ে বিভিন্ন আত্মীয়স্বজনের কাছে যেতেন। কখনও তারা গিয়ে নিয়ে আসতেন, আবার কখনও একাই ফিরে আসতেন। গত ৪ ফেব্রুয়ারি সকালে বাড়ি থেকে বের হয়ে যান। পরিবারের সদস্যরা ভেবেছিলেন আগের মতোই মা ফিরে আসবেন। কয়েকদিন যাওয়ার পর ফিরে না আসায় নিকট আত্মীয়স্বজনের বাড়িতে খোঁজ করি। কিন্তু মায়ের সন্ধান পাননি।

তিনি আরও জানান, পাংশা মডেল থানায় সাধারণ ডায়েরি করেছেন। কিন্তু পুলিশেরও তেমন তৎপরতা নেই। মাকে খুঁজতে খুঁজতে তিনি ক্লান্ত হয়ে পড়েছেন।

(একে/এসপি/মার্চ ১২, ২০২৫)