সাত মাসেই কোরআনের হাফেজ
আঞ্চলিক প্রতিনধি, বরিশাল : মাত্র সাত মাসে পবিত্র কোরআনের ৩০ পারা মুখস্থ করে হাফেজ হয়েছে মুহাম্মদ আব্দুল্লাহ। এ উপলক্ষে মঙ্গলবার (১১ মার্চ) সংবর্ধনা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
হাফেজ মুহাম্মদ আব্দুল্লাহ জেলার উজিরপুর উপজেলার মারকাযুল কুরআন ইন্টারন্যাশনাল হিফজ মাদ্রাসার ছাত্র।
মাদ্রাসা পরিচালনা কমিটির আয়োজনে মাদ্রাসার মিলনায়তনে অনুষ্ঠিত সংবর্ধনা সভায় পরিচালক হাফেজ কারী মোহাম্মদ আব্দুল্লাহর সভাপতিত্বে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, ইমাম ওলামা ঐক্য পরিষদের সভাপতি মাওলানা আবু হানিফ, সাবেক উপাধ্যক্ষ মো. ফজলুর রহমান, প্রভাষক আব্দুল খালেক, মাওলানা সাব্বির হোসেন, উজিরপুর সাংবাদিক ইউনিয়নের সভাপতি আব্দুর রহিম সরদারসহ অন্যান্যরা।
সংবর্ধনা অনুষ্ঠানে বিভিন্ন মসজিদের ইমাম, মাদ্রাসার শিক্ষক ও মোহতামিম এবং অভিভাবকগণ উপস্থিত ছিলেন।
(টিবি/এসপি/মার্চ ১২, ২০২৫)