সালথা (ফরিদপুর) প্রতিনিধি : ফরিদপুরের সালথায় দুলাল শেখ (২৮) নামে আন্তঃজেলা ডাকাত দলের সক্রিয় এক সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বুধবার (১২মার্চ) সকাল সাড়ে ১০ টায় উপজেলার বল্লভদি ইউনিয়নের বাউষখালী বাজার এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃত দুলাল ওই ইউনিয়নের কাজীর বল্লভদি গ্রামের শহিদ শেখের ছেলে।

সালথা থানার অফিসার ইনচার্জ মোঃ আতাউর রহমান বলেন, গোপন সংবাদের ভিত্তিতে বাউষখালী বাজার এলাকায় অভিযান চালিয়ে আন্তঃজেলা ডাকাত দলের সক্রিয় সদস্য দুলাল শেখকে আটক করা হয়। তার বিরুদ্ধে দেশের বিভিন্ন থানায় একাধিক ডাকাতীর মামলা ও তিনটি গ্রেপ্তারী পরোয়ানা রয়েছে।

(এএনএইচ/এএস/মার্চ ১২, ২০২৫)