রিপন মারমা, রাঙ্গামাটি : রাঙ্গামাটির রাজস্থলীতে প্রসবকালে অসুস্থ হয়ে বন্য হাতি ও শাবকের মৃত্যুর সংবাদ পাওয়া গেছে। রাজস্থলী উপজেলায় ২ নং গাইন্দ্যা ইউনিয়নের কাইতংপাড়া এলাকার বাগানে অসুস্থ বন্য হাতি ও শাবকটি মারা যায় বলে জানায় বন বিভাগ।

আজ মঙ্গলবার সকালের দিকে সুরতহাল প্রতিবেদন শেষে মা হাতি ও শাবকটি পাহাড়ে মাটিচাপা দেয়া হয়।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয় কয়েকজন বাসিন্দা জানান, গত কয়েক সপ্তাহ ধেরে রাজস্থলী উপজেলার গাইন্দ্যা ইউনিয়নের গহিন বনের হাজী পাড়া, তংবসি পাড়া, নোয়া পাড়া সর্বশেষ কাইতংপাড়া এলাকায় বন্য হাতি দলবদ্ধভাবে আসে। ধারণা করা হচ্ছে, দুই এক দিন আগে কাইতং পাড়া এলাকায় হাতিটির প্রসব কালে একটি শাবক সহ হাতিটি মারা যায়।

রাজস্থলী উপজেলা প্রাণী সম্পদ বিভাগের সহকারী চিকিৎসক চিরজিৎ চাকমা বলেন, মা হাতিটি প্রসবকালে যন্ত্রণায় কাতর হয়ে অসুস্থ হয়ে পড়ে। পরে শাবকসহ হাতিটি মারা গেছে।

কাপ্তাই পাল্পউড বাগান বিভাগের রাজভিলা রেন্জ কর্মকর্তা ফারজ আল আমিন বলেন, উপজেলার কাইতং পাড়া পাহাড়ে একটি হাতি মারা যাওয়ার খবর পেয়ে দুপুর ১টার দিকে বন বিভাগ, প্রাণিসম্পদ কার্যালয়ের সহকারী চিকিৎসকসহ ঘটনাস্থলে যায়। পরে ময়নাতদন্ত শেষে হাতি ও শাবকটি মাটিচাপা দেওয়া হয়। চিকিৎসকেরা বলছেন বাচ্চা প্রসবকালে অসুস্থ হয়ে হাতিটি মারা গেছে।

উপজেলা প্রাণী সম্পদ কার্যালয়ের সহকারী চিকিৎসক চিরনিজৎ চাকমা বলেন, হাতিটি বাচ্চা দেয়ার সময় যন্ত্রণায় চটপট করতে করতে মা হাতিটি বাচ্চাসহ মারা গেছে। হাতির বয়স ২৩ বছর হতে পারে।

রাঙ্গামাটি দক্ষিণ বন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা মো. সাজ্জাদুজ্জামান বলেন, ‘প্রসবকালে শাবকটির দেহের অর্ধেক আটকে যায়। এ সময় মা হাতি ও শাবকের মৃত্যু হয়েছে। বন বিভাগ মৃতদেহ দুটি উদ্ধার করেছে। ময়নাতদন্তের পর মৃত্যুর বিষয়ে বিস্তারিত জানা যাবে।’

রাজস্থলী থানা অফিসার ইনচার্জ ইকবাল বাহার চৌধুরী বলেন, বনবিভাগ উক্ত ঘটনার বিষয়ে একটি সাধারণ ডায়েরি করার প্রস্তুতি নিচ্ছে।

(আরএম/এসপি/মার্চ ১১, ২০২৫)