আঞ্চলিক প্রতিনধি, বরিশাল : দেশব্যাপী নারীদের বিরুদ্ধে সহিংসতা, নিপীড়ন, ধর্ষণ, অনলাইনে হেনস্তা এবং আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি, বিচারহীনতার প্রতিবাদে এবং ধর্ষণকারীদের ফাঁসির দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ সভা অনুষ্ঠিত হয়েছে।

সরকারি গৌরনদী বিশ্ববিদ্যালয় কলেজ ছাত্রদলের আয়োজনে ঢাকা-বরিশাল মহাসড়কের পাশ্ববর্তী সরকারি গৌরনদী কলেজ গেটের সামনে আজ মঙ্গলবার সকাল দশটায় মানববন্ধন চলাকালীন অনুষ্ঠিত বিক্ষোভ সভায় অন্যান্যদের বক্তব্য রাখেন উপজেলা ছাত্রদলের সদস্য সচিব আল-আমিন মোল্লা, যুগ্ম আহবায়ক কামরুল ইসলাম জয়, উপজেলা ছাত্রদল নেতা রাজিব খান, পৌর ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহবায়ক আব্দুর রহিম, যুগ্ম আহবায়ক সাদ্দাম হোসেন হিরা, কলেজ ছাত্রদলের সদস্য সচিব তানভীর ইসলাম তানিমসহ অন্যান্যরা।

অপরদিকে “ধর্ষিতার জানাজার আগে, ধর্ষকের জানাজা চাই” শ্লোগানে সোমবার দিবাগত রাত সাড়ে সাতটার দিকে বরিশাল বিশ্ববিদ্যালয়, বিএম কলেজ, সরকারি গৌরনদী কলেজ ও টেক্সটাইল ইনষ্টিটিউটের তিন শতাধিক শিক্ষার্থীদের অংশগ্রহনে গৌরনদী বাসষ্ট্যান্ডে মশাল মিছিল অনুষ্ঠিত হয়েছে।

(টিবি/এসপি/মার্চ ১১, ২০২৫)