দিলীপ চন্দ, ফরিদপুর : বিএনপিকে ব্যবহার যারা চাঁদাবাজি, ট্রেন্ডারবাজি ও সন্ত্রাসী কর্মকান্ড করছে তারা বিএনপির শত্রু, তারা দেশের শত্রু, তারা গণতন্ত্রের শত্রু এমন মন্তব্য করেছেন বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ও ফরিদপুর দুই আসনের বিএনপি মনোনীত প্রার্থী শামা ওবায়েদ ইসলাম রিংকু।

গতকাল সোমবার সন্ধায় তার নিজ নির্বাচনী এলাকা ফরিদপুরের নগরকান্দার লস্করদিয়া ইউনিয়নের ১,২,৩ নং ওয়ার্ডের আয়োজিত ইফতার ও দোয়া অনুষ্ঠানে প্রধান অতিথি বক্তব্যে তিনি এ সব কথা বলেন।

এসময় শামা আরো বলেন, এখনো বাংলাদেশে নাড়ী ও শিশুরা নিরাপদ নয়, এখনো তারা ধর্ষিতা হচ্ছে নির্যাতিত হচ্ছে। এই ১৫ বছরের ক্ষমতার অপব্যবহার করে ছাত্রলীগ আওয়ামী লীগ যুবলীগ এইসব লীগরা ধর্ষণ করেছে মা-বোনের ইজ্জত নিয়ন্ত্রণ করেছে সেটা আমরা সকলে জানি। আজকে ফ্যাসিবাদ চলে যাবার পরও আমাদের মা-বোনরা নিরাপদ নয় সেটা এই সরকারের কাছে প্রশ্ন করতে হবে।

তিনি বলেন, যারা ধর্ষণের মতো গর্হিত অপরাধ করছে তাদের আইনের আওতায় এনে অনতিবিলম্বে সাজা নিশ্চিত করতে হবে।

শামা বলেন, বিএনপি জনগনের জন্য কাজ করে আর আওয়ামীলীগ জনগনকে শোষন করে খায়।

আয়োজিত ইফতার ও দোয়া অনুষ্ঠানে উপজেলা বিএনপির সভাপতি হাবিবুর রহমান বাবুল তালুকদারের সভাপতিত্বে এসময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইফুর রহমান মুকুল, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক শওকত আলী শরীফ, বিএনপি নেতা মশিউর রহমান প্রমুখ।

(ডিসি/এসপি/মার্চ ১১, ২০২৫)