কাজী নজরুল ইসলাম, শরীয়তপুর : শরীয়তপুরে ইট ভাটার লাইসেন্স নবায়ন ও পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র পাওয়ার দাবিতে বিক্ষোভ মিছিল ও স্মারকলিপি প্রদান করেছে ইটভাটা মালিক ও শ্রমিকরা।

আজ মঙ্গলবার দুপুরে জেলা কেন্দ্রীয় শহীদ মিনার থেকে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। পরে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে গিয়ে সংক্ষিপ্ত সমাবেশ করে বিক্ষোভকারীরা। এসময় শরীয়তপুরের বিভিন্ন ইটভাটা মালিক ও বিপুল সংখ্যক শ্রমিক উপস্থিত ছিলেন।

এ সময় ইটভাটার মালিকরা বলেন, দীর্ঘ ৪০ বছর ধরে বিভিন্ন প্রতিকূলতার মধ্যেও শরীয়তপুরে ইটভাটার মালিকরা ব্যবসা পরিচালনা করে আসছেন। এছাড়াও এই শিল্পের সঙ্গে শরীয়তপুরের প্রায় কয়েক হাজার শ্রমিক জড়িত রয়েছে। এই শিল্পকে টিকিয়ে রাখতে শরীয়তপুরের লাইসেন্স বিহীন ইটভাটা গুলো সচল ও বাকি নবায়নকৃত লাইসেন্স সহ পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র দ্রুত সময়ের মধ্যে ইটভাটা গুলোকে প্রদানের দাবী জানান মালিকরা।

শরীয়তপুর ইট প্রস্তুতকারী মালিক সমিতির সভাপতি আব্দুল জলিল খান বলেন, আমরা সর্বপ্রথম এই জেলায় ইট পোড়াতে শতভাগ পরিবেশ বান্ধব ঝিকঝাক পদ্ধতি ব্যবহার করছি। এজন্য জেলা প্রশাসক আমাদের পুরস্কৃত করেছেন। সরকার বর্তমানে ব্লক ইট (মেশিনে তৈরি ইট) তৈরির নির্দেশনা দিয়েছেন, আমরা এটিকে স্বাগত জানাই। কিন্তু আমরা কোটি কোটি টাকা লোন করে ইটভাটা করেছি। দাদনের মাধ্যমে বিভিন্ন জেলা থেকে শ্রমিক এনেছি। ইটভাটা চলুক বা না চলুক তাদের পারিশ্রমিক আমাদের দিতেই হবে। প্রশাসনের কাছে দাবী জানাই আমাদের অন্তত চার থেকে পাঁচ বছর সময় দেয়া হোক। যাতে এর মধ্যে আমরা লোন পরিশোধ ধরতে পারি এবং খরচ উঠিয়ে নিতে পারি। তাই আপাতত ইটভাটা চলার জন্য পরিবেশ অধিদপ্তরসহ অন্যান্য প্রশাসনিক বৈধ অনুমতি দেয়া হোক।

(কেএনআই/এসপি/মার্চ ১১, ২০২৫)