বিশেষ প্রতিনিধি : রাজবাড়ীর বালিয়াকান্দিতে জমিজমা সংক্রান্ত বিরোধে মিথ্যা মামলায় ব্যবসায়ীকে ফাঁসানোর প্রতিবাদে ও তার মুক্তির দাবিতে মানববন্ধন কর্মসুচি পালিত হয়েছে।

আজ মঙ্গলবার সকালে বালিয়াকান্দি উপজেলার নারুয়া ইউনিয়নের নারুয়া বাজারে এ মানববন্ধন কর্মসূচি পালন করে বাজারের ব্যবসায়ী ও এলাকাবাসী।

বালিয়াকান্দি-পাংশা সড়কের নারুয়া বাজারে ৩ শতাধিক এলাকার নারী-পুরুষের উপস্থিতিতে ঘন্টাব্যাপী মানববন্ধন চলাকালে বক্তৃতা করেন, মুদি ব্যবসায়ী সামছুল আলমের বাবা সাদেক আলী বিশ্বাস, স্ত্রী জোৎস্না বেগম, মা সাহিদা বেগম, জাহাঙ্গীর বিশ্বাস, জান্নাতি বেগম, টিপু সুলতান, আলম শেখ, রানা বিশ্বাস প্রমুখ।

বক্তারা বলেন, জমিজমা সংক্রান্ত বিরোধে গত শনিবার ভোর রাতে অস্ত্র ও গ্রেনেড দিয়ে মুদি ব্যবসায়ী সামছুল আলম বিশ্বাসকে ফাঁসিয়েছে প্রতিপক্ষ। দীর্ঘদিন জমি নিয়ে বিরোধ চলে আসছিল। এ বিরোধে তার রান্না ঘরে অস্ত্র ও গ্রেনেড রেখে প্রশাসনকে খবর দিয়ে ফাঁসানো হয়েছে। আমরা এ ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। সেই সাথে দ্রুত সামছুল আলমকে মুক্তি ও সুষ্টু তদন্ত সাপেক্ষে দোষীদের আইনের আওতায় আনার দাবী জানাচ্ছি।

মানববন্ধন শেষে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলে ৩শতাধিক নারী পুরুষসহ নারুয়া বাজারের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করেন। এসময় শামসুল আলমের স্ত্রী, সন্তান ও মা সড়কে আচঁল পেতে সুষ্টু বিচার ও নিঃশর্ত মুক্তির দাবী জানাচ্ছি।

(একে/এসপি/মার্চ ১১, ২০২৫)