ফুলপুরে নারী নির্যাতনের প্রতিবাদে মানববন্ধন

শফিকুল ইসলাম, ফুলপুর : ময়মনসিংহের ফুলপুরে দেশব্যাপী ধর্ষণ, খুন ও নারী নির্যাতনের প্রতিবাদ ও ধর্ষকের সর্বোচ্চ শাস্তির দাবিতে মানববন্ধন ও র্যালি অনুষ্ঠিত হয়েছে।
আজ মঙ্গলবার সকালে ফুলপুর বাসস্ট্যান্ডে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও সর্বস্তরের ছাত্রজনতার ব্যানারে মানববন্ধনটি অনুষ্ঠিত হয়। পরে মানববন্ধনটি র্যালি আকারে পৌর শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে উপজেলা পরিষদের সামনে গিয়ে সমাবেশ করে। এসময় "বোন তোমার ভয় নাই, ভাই তোমার মরে নাই" স্লোগানে সমাবেশটি মুখরিত হয়। এছাড়া গত সোমবার ফুলপুর সরকারি কলেজ ছাত্রদলের উদ্যোগে ধর্ষকের সর্বোচ্চ শাস্তির দাবীতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
(এসআই/এসপি/মার্চ ১১, ২০২৫