বিশেষ প্রতিনিধি : এমিরেটস এয়ারলাইন আগামী ১৪ এপ্রিল থেকে দক্ষিণ কোরিয়ার রাজধানী সিউল এবং যুক্তরাজ্যের লন্ডন স্ট্যানস্টেডে ফ্লাইট পরিচালনায় তাদের পুনঃসজ্জিত বা রেট্রোফিট বোয়িং ৭৭৭ উড়োজাহাজ ব্যবহার করবে। এমিরেটসের মিডিয়া উইং প্রেরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ খবর জানিয়েছে।

সিউলে সপ্তাহের সোম, বুধ এবং শুক্রবার একটি করে ফ্লাইট রেট্রোফিট বোয়িং ৭৭৭ এর সাহায্যে পরিচালিত হবে। অন্যদিকে, লন্ডন হিথ্রো এবং এডিনবার্গের পর লন্ডন স্ট্যানস্টেড হবে যুক্তরাজ্যে তৃতীয় গন্তব্য যেখানে ফ্লাইট পরিচালনায় এমিরেটস এই উড়োজাহাজ ব্যবহার করবে। সর্বশেষ প্রজন্মের প্রোডাক্ট ও অত্যন্ত অভিজাত ইন্টেরিয়র সমৃদ্ধ এমিরেটসের এই উড়োজাহাজগুলো ইতোমধ্যে ইউরোপের ব্রাসেলস, জেনেভা, জুরিখ এবং এথেন্সে চলাচল করছে।

এমিরেটসের এই রেট্রোফিট বোয়িং গুলোতে রয়েছে প্রিমিয়াম ইকোনমিসহ চারটি শ্রেণী, যার প্রতিটিতে বিলাসিতা ও আরামপ্রদতার সমন্বয় ঘটানোর চেষ্টা করা হয়েছে। এটির বিজনেস শ্রেণীতে আসন বিন্যাস ১-২-১ যাতে প্রত্যেকের সর্বোচ্চ ব্যাক্তিগত গোপনীয়তার সাথে সাথে প্রতি যাত্রী সরাসরি আইলে এক্সেস পান। কিছু সংখ্যক উড়োজাহাজে প্রথম শ্রেণীর যাত্রীদের জন্য রয়েছে আলাদা স্যুইট যাতে দূর্দান্ত বিলাসিতা ও আরামপ্রদতার সঙ্গে অনন্য ডিজাইনের সংমিশ্রণ ঘটেছে।

সকল শ্রেণী কেবিনে ইন্টেরিয়রকে ঢেলে সাজানো হয়েছে, যুক্ত হয়েছে আধুনিক ডিজাইন এলিমেন্ট যার মধ্যে রয়েছে আধুনিক কালার পেলেট, ঘাফ ট্রি মটিফ এবং উড ফিনিশিং।

(এসকেকে/এসপি/মার্চ ১১, ২০২৫)