শ্যামনগরে মন্দির থেকে মূর্তি ও পূজার সরঞ্জাম চুরির অভিযোগ

রঘুনাথ খাঁ, সাতক্ষীরা : সাতক্ষীরার শ্যামনগর পৌরসভার নকিপুর এলাকার নকিপুর ব্রহ্মাণপাড়া কৃষ্ণ মন্দির থেকে রাধা কৃষ্ণের মূর্তি এবং মন্দিরের বিভিন্ন সরঞ্জামাদি চুরির অভিযোগ উঠেছে। রবিবার (৯ মার্চ) দিবাগত রাতে মন্দিরের তালা ভেঙে এ চুরির ঘটনা ঘটেছে।
স্থানীয় কয়েকজনের সঙ্গে কথা বলে জানা যায়, প্রতিদিনের মতো মন্দিরের সেবায়েত সোমবার সকালে পূজা দিতে আসেন। মন্দিরের মূল ফটকে প্রবেশ করতেই তারা দেখতে পান কলাপসিবল গেট ও মন্দিরের স্টিলের গেটের তালা ভাঙা। মন্দিরের মূর্তিসহ দামি অনেক জিনিস নেই। পরে বিষয়টি মন্দিরের কমিটি ও পুলিশকে জানানো হয়।
মন্দিরের পুরোহিত মালতি রানী জানান, সোমবার সকালে তিনি নিয়মিত মন্দির পরিষ্কারের জন্য মন্দিরে এলে চুরির বিষয়টি তিনি জানতে পারেন। তালা ভাঙা ছিল এবং রাধা কৃষ্ণের মূর্তি, গোপালের পিতলের মূর্তি ও আসবাবপত্র অনুপস্থিত ছিল। বিষয়টি সঙ্গে সঙ্গে মন্দির কমিটিকে জানানো হয়।
মন্দিরের কমিটির সভাপতি গৌর মালো বলেন, ‘সকালে ঘুমিয়েছিলাম। সকাল আটটার দিকে কয়েকজন জানান, মন্দিরে চুরি হয়েছে। মন্দিরে এসে দেখি রাধা কৃষ্ণের পিতলের মূর্তি, গোপালের পিতলের মূর্তি, সোলার প্যানেল, ব্যাটারি, ১০ জোড়া করতাল কয়েকটি বড় বড় ডেক সহ পুজার কাজে ব্যবহারিত পিতল কাসার বাসনসহ বিভিন্ন সরঞ্জাম উধাও হয়ে গেছে।’ তিনি আরও বলেন, ‘মন্দিরে কেউ থাকে না, সে সুযোগে চোরেরা এ ঘটনা ঘটিয়েছে। এর আগে কখনো এমন ঘটনা ঘটেনি।’
এদিকে মন্দিরে চুরির খবর পেয়ে সোমবার বেলা সাড়ে ১১টার দিকে ঘটনাস্থলে ছুটে যান শ্যামনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ হুমায়ুন কবির মোল্যা। দুপুরের পর পর পরিদর্শনে যান বাংলাদেশ হিন্দু পরিষদের আহবায়ক অনাথ মন্ডল, সদস্য সচিব উৎপল মণ্ডলসহ বাংলাদেশ হিন্দু পরিষদের নেতারা।
বাংলাদেশ হিন্দু পরিষদের সদস্য সচিব উৎপল মন্ডল বলেন, ‘চোর মন্দির থেকে রাধা কৃষ্ণের পিতলের মূর্তি, গোপালের পিতলের মূর্তি, সোলার প্যানেল, ব্যাটারি, ১০ জোড়া করতাল কয়েকটি বড় বড় ডেক সহ পুজার কাজে ব্যবহারিত পিতল কাসার বাসনসহ বিভিন্ন সরঞ্জাম চুরি করে নিয়ে গেছে। যারা এ ঘটনা ঘটিয়েছে, আমরা তাদের শাস্তির দাবি জানাচ্ছি।’
শ্যামনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ হুমায়ুন কবির মোল্যা জানান, চোরেরা দুটি তালা ভেঙে মন্দিরের জিনিসপত্র চুরি করতে সক্ষম হয়েছে। মন্দির কমিটি একটি লিখিত অভিযোগ দিয়েছেন। জড়িতদের চিহ্নিত করে গ্রেফতার করতে এবং চুরি যাওয়া মূর্তি ও আসবাবপত্র উদ্ধার করতে পুলিশ সক্রিয়ভাবে কাজ করছে।
(আরকে/এসপি/মার্চ ১০, ২০২৫)