গৌরনদীতে বিএনপি নেতা গ্রেপ্তার

আঞ্চলিক প্রতিনধি, বরিশাল : বরিশালের গৌরনদীতে যুবদল কর্মীর পিতাকে কুপিয়ে জখম ও বসতবাড়ি ভাংচুরের মামলায় সাবেক ইউপি সদস্য ও বিএনপি নেতা নজরুল ফকিরকে (৪৫) গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারকৃত নজরুল মাহিলাড়া ইউনিয়নের ৭নং ওয়ার্ড জঙ্গলপট্টি গ্রামের বাসিন্দা ও ইউনিয়ন বিএনপি নেতা।
তথ্যের সত্যতা নিশ্চিত করে গৌরনদী মডেল থানার ওসি মো. ইউনুস মিয়া জানান, রোববার রাতে উপজেলার বিল্বগ্রাম বাজারে অভিযান চালিয়ে নজরুল ইসলামকে গ্রেপ্তার করা হয়। সোমবার দুপুরে গ্রেপ্তারকৃতকে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।
জানা গেছে, এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে গত ১৭ ফেব্রুয়ারি ইউনিয়ন যুবদল কর্মী ও জঙ্গলপট্টি গ্রামের বাসিন্দা মিরাজুল ইসলামের বাড়িতে হামলা চালিয়ে বসতঘর ভাংচুর ও মিরাজুলের বাবা আতাহার সিকদারকে কুপিয়ে জখম ও তার মা রাশিদা বেগমকে পিটিয়ে আহত করা হয়। এঘটনায় বিএনপি নেতা নজরুল ফকিরকে প্রধান আসামী করে ১১ জনের নাম উল্লেখ করে মামলা দায়ের করে যুবদল মিরাজুল ইসলাম ইসলাম।
(টিবি/এসপি/মার্চ ১০, ২০২৫)