রবিউল ইসলাম, গাইবান্ধা : গাইবান্ধার পলাশবাড়ীতে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস উদযাপন উপলক্ষে, অগ্নিকান্ড ও ভূমিকম্প বিষয়ে সচেতনতা বৃদ্ধির লক্ষে র‍্যালী, আলোচনা সভা ও মহড়া প্রদর্শন অনুষ্ঠিত হয়েছে।

আজ সোমবার সকালে উপজেলা প্রশাসন ও উপজেলা ত্রান ও দুর্যোগ এবং প্রকল্প বাস্তবায়ন অধিদপ্তরের উদ্যোগে উপজেলা চত্তরে এ র‍্যালী, আলোচনা সভা ও মহড়া প্রদর্শন অনুষ্ঠিত হয়।

আলোচনা সভায় উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আব্দুস সালাম এঁর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন পৌর প্রশাসক, সহকারী কমিশনার (ভূমি) আল ইয়াসার রহমান তাপাদার। এতে অনান্যদের মধ্যে বক্তব্য রাখেন থানা অফিসার ইনচার্জ জুলফিকার আলী ভুট্টো, ফায়ার সার্ভিস কর্মকর্তা রবিউল ইসলাম, উপজেলা জামায়াতে ইসলামীর আমির ও কিশোরগাড়ী ইউপি চেয়ারম্যান আবু বক্কর সিদ্দিক, সাংবাদিক মাসুদার রহমান।

আলোচনা সভা শেষে পলাশবাড়ী ফায়ার সার্ভিসের অগ্নি ফাইটারগণ ভূমিকম্প ও অগ্নিকাণ্ড বিষয়ে সচেতনতা বৃদ্ধির জন্য মহড়া প্রদর্শন করেন।

(আরআই/এসপি/মার্চ ১০, ২০২৫)