গৌরনদীর ঐতিহ্যবাহী বার্থী শ্রী শ্রী তারা মায়ের মন্দির পূজা উদযাপন আহবায়ক কমিটি গঠন

আঞ্চলিক প্রতিনধি, বরিশাল : বরিশালের গৌরনদী উপজেলার সবচেয়ে প্রাচীন ও ঐতিহ্যবাহী বার্থী শ্রী শ্রী তারা মায়ের মন্দিরে আগামী ২২ শে চৈত্র১৪৩১ বঙ্গাব্দ ৫ ই এপ্রিল ২০২৫ খ্রিষ্টাব্দ রোজ শনিবার প্রতি বছরের ন্যায় এ বছরও মহিমান্বিত বাৎসরিক পূজা অনুষ্ঠিত হবে।
এ উপলক্ষে শনিবার মন্দিরের অফিস কক্ষে পূজা উদযাপন আহবায়ক কমিটি গঠন ও পূজা উদ্যাপনের লক্ষ্যে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়। মন্দির ট্রাষ্ট কমিটির কার্যকরী সভাপতি শান্তনু ঘোষের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন গৌরনদী উপজেলা পূজা উদযাপন কমিটির সভাপতি দুলাল চন্দ্র রায় দুলু। সভায় বক্তব্য রাখেন ট্রাষ্ট কমিটির সদস্য মোহন চক্রবর্তী, প্রনব রঞ্জন দত্ত বাবু, শিশির কুন্ডু, হরিপদ দাস, নিতাই লাল চক্রবর্তী, উপদেষ্টা পরিষদের সদস্য অধ্যাপক নির্মল হালদার, আগৈলঝাড়া উপজেলা পূজা উদযাপন কমিটির সাধারণ সম্পাদক দীনেশ হালদার, কার্তিক চন্দ্র ব্যাপারী, মণীষ চন্দ্র বিশ্বাস, দুলাল চন্দ্র মজুমদার, রবীন্দ্রনাথ ঘটক,গোবিন্দ শীল প্রমুখ।
শেষে বাৎসরিক পূজা প্রস্তুতি সভায় শান্তনু ঘোষের প্রস্তাবের সমর্থনে পূজা উদযাপন কমিটি ও মন্দির ট্রাষ্ট কমিটির সকল সদস্যদের সর্বসম্মতি ক্রমে বিল্টু রঞ্জন সাহাকে আহ্বায়ক ও নেমি অধিকারী ও অপু রায়কে যুগ্ন আহবায়ক এবং সঞ্জয় কুমার চক্রবর্তী সদস্য সচিব ও বিশ্বনাথ রায় এবং সুজন শীলকে যুগ্ম সদস্য সচিব করে ২৫১ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি গঠন করা হয়। একই সভায় একটি উপদেষ্টা কমিটিও গঠন করা হয়।
(টিবি/এসপি/মার্চ ১০, ২০২৫)