মহম্মদপুরে ধর্ষণ চেষ্টা মামলায় আটক ১
.jpg)
মহম্মদপুর প্রতিনিধি : মাগুরার মহম্মদপুর উপজেলার পলাশবাড়ীয়া ইউনিয়নে ধর্ষণের চেষ্টার অভিযোগে খন্দকার তৌহিদুল ইসলাম (৫৫) নামের এক ব্যক্তিকে ৯ মার্চ সন্ধ্যায় জিজ্ঞাসাবাদের জন্য আটক করে মহম্মদপুর থানা পুলিশ।
স্থানীয়রা জানায়, তৌহিদুল ইসলাম ১৪ বছর বয়সের এক প্রতিবন্ধী শিশুকে জুসের প্রলোভন দেখিয়ি ধর্ষণের চেষ্টা করে। খন্দকার তৌহিদুল ইসলাম কাজের সুবাদে মহম্মদপুর উপজেলার পলাশবাড়ীয়া ইউপি'র যশোবন্তপুর গ্রামে থাকতো। এ ঘটনা জানাজানি হলে এলাকাবাসী তাকে ধরে ফেলে পুলিশে দেয়।
এ বিষয়ে মহম্মদপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ আব্দুর রহমান বলেন, এ ব্যাপারে প্রতিবন্ধী শিশুর পিতা বাদী হয়ে ১০ মার্চ মহম্মদপুর থানায় ধর্ষণের চেষ্টা মামলা দায়ের করেন। এ মামলায় আসামিকে আটক করা হয়েছে।এবং সোমবার সকালে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে। মামলার তদন্ত শেষে দ্রুত পুলিশ রিপোর্ট দেওয়া হবে।
(বিএস/এসপি/মার্চ ১০, ২০২৫)