পলাশবাড়ীতে খাস জমি দখল করে ঘরবাড়ি নির্মাণের অভিযোগ
রবিউল ইসলাম, গাইবান্ধা : গাইবান্ধার পলাশবাড়ী উপজেলার কিশোরগাড়ী ইউনিয়নের ইউনিয়ন পরিষদের পাশেই খাস জমি দখল করে ঘরবাড়ি নির্মাণের অভিযোগ উঠেছে স্থানীয় আতোয়ার মন্ডলের বিরুদ্ধে। খাস জমি উদ্ধারের জন্য উপজেলা সহকারি কমিশনার (ভূমি) বরাবর একটি আবেদনও করেছে স্থানীয় জিয়াউর রহমান জুয়েল নামের এক ব্যক্তি।
দাখিলকৃত আবেদন ও সরেজমিনে জানা যায়,কিশোরগাড়ী ইউনিয়নের কাশিয়াবাড়ী মৌজার জে এল নং ১১ রেঃ সাঃ নং ৯ এর খাস খতিয়ান নং ১ এর হাল দাগ নং ৭৮০ এর জমির ৫ শতক জমি অনেক বছর আগে হিন্দুদের দেবস্থান হিসেবে ব্যবহার হতো।
স্থানীয়দের অভিযোগ, কাশিয়াবাড়ী গ্রামের মৃত হারেজ আলী মন্ডলের ছেলে আতোয়ার মন্ডল ওই জমি জবর দখল করে ঘরবাড়ী নির্মাণ করলে স্থানীয়রা বাধা দিলেও আতোয়ার মন্ডল কারো কথা পরোয়া না করে ঘরবাড়ী নির্মান করে থাকে।
এ ব্যাপারে উপজেলা সহকারি কমিশনার (ভূমি) এর সাথে যোগাযোগ করা হলে তিনি জানান, সরকারি খাস জমি দখল করে ব্যবহারের সুযোগ নেই, অভিযোগ পেয়েছি,তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।
(আরআই/এসপি/মার্চ ১০, ২০২৫)