মহম্মদপুরে উপজেলা প্রশাসনের নিত্যপণ্যের বাজার মনিটারিং

মহম্মদপুর প্রতিনিধি : মাগুরার মহম্মদপুরে পবিত্র রমজান মাসে দ্রব্যমূল্য সহনশীল রাখতে নিয়মিত বাজার মনিটারিং করা হয়েছে। উপজেলা প্রশাসনের উদ্যোগে কার্যক্রমের অংশ হিসেবে আজ সোমবার মহম্মদপুর সদর বাজার মনিটারিং করা হয়েছে।
বাজার মনিটরিং এর সময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শাহীনুর আক্তার, সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট বাসুদেব কুমার মালো, মহম্মদপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুর রহমান।
বাজার মনিটারিং সময় তারা বিভিন্ন দোকান ঘুরে দেখেন এবং নিত্যপণ্যের বাজার সহনশীল রাখতে দোকানদারদের প্রতি আহবান জানান।
(বিএস/এসপি/মার্চ ১০, ২০২৫)