চাঁপাইনবাবগঞ্জে ট্রাকের ধাক্কায় নিহত ১
চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি : চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার সরকারের মোড় এলাকায় আজ শনিবার সকালে সড়ক দুর্ঘটনায় আজিজুর রহমান (১৯) নামে এক যুবক নিহত হয়েছে।
নিহত আজিজুর উপজেলার শাহবাজপুর ইউনিয়নের পারদিলালপুর গ্রামের সফিকুল ইসলামের ছেলে।
শিবগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) রজব আলী জানান, শিবগঞ্জ-সোনামসজিদ সড়কের সরকারে মোড় এলাকায় সকাল ১১ টার দিকে সোনা মসজিদ স্থলবন্দর গামী একটি ট্রাক পেছন দিক থেকে খোড় বোঝাই একটি ট্রলিকে ওভারটেক করার সময় ধাক্কা মারে। এতে ট্রলির চালক আজিজুর রহমান ঘটনাস্থলে মারা যায়। খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করেছে। তবে ঘাতক ট্রাকসহ চালক পলাতক রয়েছে।
(এআরএন/এটিআর/ডিসেম্বর ০৬, ২০১৪)