ফুলপুরে ট্রাক-সিএনজি মুখোমুখি সংঘর্ষে নিহত ৩

শফিকুল ইসলাম, ফুলপুর : ময়মনসিংহের ফুলপুরে ট্রাক-সিএনজি মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলে ৩ জন নিহত হয়েছেন।
আজ সোমবার সকালের দিকে ময়মনসিংহ- শেরপুর আঞ্চলিক মহাসড়কে উপজেলার ভাইটকান্দি ইউনিয়নের মাড়াদেওরা (চওড়া বাড়ী) নামক স্থানে এ দূর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- ময়মনসিংহের ফুলপুর উপজেলার হাটপাগলা গ্রামের আসাদ হোসেন (২০), নরসিংদীর রায়পুর উপজেলার পলাশবাড়ী গ্রামের আবুল কাশেম (৫৫) ও শেরপুরের নকলা উপজেলার গৌড়দ্বার গ্রামের সিএনজি চালক আশিক মিয়া (২২)। উক্ত ঘটনায় আরোও ৩ জন গুরুতর আহত হয়েছেন। আহতদের উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
ফুলপুর থানার অফিসার ইনচার্জ আব্দুল হাদি জানান, উক্ত ঘটনায় আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে। রাস্তায় যানবাহন চলাচল স্বাভাবিক আছে।
(এসআই/এএস/মার্চ ১০, ২০২৫)