রঘুনাথ খাঁ, সাতক্ষীরা : ১০ম শ্রেণীর এক স্কুল ছাত্রীকে অপহরণের অভিযোগে পুলিশ রাজু পাড়ুই নামে এক যুবককে গ্রেপ্তার করেছে। গতকাল শনিবার রাতে তাকে সাতক্ষীরার আশাশুনি উপজেলার রাউতাড়া গ্রামের নজি বাড়ি থেকে গ্রেপ্তার করা হয়। রাজু পাড়ুই এর বাবার নাম কনেক পাড়ুই।

মামলার বিবরনে জানা যায়, আশাশুনি উপজেলার পিরোজপুর গ্রামের এক ব্রাহ্মনের মেয়ে ও খাজরা ইউনাউটেড মাধ্যমিক বিদ্যালয়ের ১০ম শ্রেণীর এক ছাত্রীকে রাউতাড়া গ্রামের বিধান মন্ডলের ছেলে উমেশ মন্ডল স্কুলে যাওয়া ও আসার পথে উত্যক্ত করতো। বিষয়টি ওই ছেলের বাবা ২০১৮ সালের ১৬ সেপ্টেম্বর অস্ত্র আইনের মামলায় ১৫ বছর সাজাপ্রাপ্ত আসামি বিধান মন্ডলকে অবহিত করেন। এতে ক্ষিপ্ত হয়ে ৩ ফেব্রুয়ারি সন্ধ্যা সাড়ে ৬টার দিকে বাড়ির পাশে দাঁড়িয়ে থাকা ওই ছাত্রীকে আসামী রাজু পাঁড়ুই এর মোটর সাইকেলে করে অপহরণ করে উমেশ। সম্ভাব্য সকল স্থানে খোঁজ খবর করে না পাওয়ায় পরদিন থানায় এৎাহার দিলে পুলিশ মামলা নিতে গড়িমসি করে।

একপর্যায়ে ওই ছাত্রীর ভাইকে আদালতে মামলার করার পরামর্শ দেয় পুলিশ। সে কারণে ওই ছাত্রীর ভাই বাদি হয়ে উমেশ মন্ডল, তার বাবা বিধান মন্ডল, মা কাকুলি মন্ডল, ও রাজু পাড়ুই এর নাম উল্লেখ করে ২০০০ সালের সংশোধিত ২০০৩ এর নারী ও শিশু নির্যাতন দমন আইনের ৭/৩০ ধারায় গত ২৫ ফেব্রুয়ারি সাতক্ষীরার নারী ও শিশু ট্রাইব্যুনালে মামলা দায়ের করেন। বিচারক মামলাটি এফআইআর হিসেবে গণ্য করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য আশাশুনি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে নির্দেশ দেন। ৩ মার্চ মামলাটি থানায় রেকর্ড করা হয়।

মামলার তদন্তকারি কর্মকর্তা আশাশুনি থানার উপপরিদর্শক অনাথ মিত্র জানান, রাজু পাড়ুইকে গেস্খপ্তার করে রবিবার আদালতে পাঠানো হয়েছে। অন্য আসামীদের গেস্খপ্তার ও ভিকটিম উদ্ধারের চেষ্টা চলছে।

(আরকে/এসপি/মার্চ ০৯, ২০২৫)