বিএনপির ব্যানার টাঙিয়ে ব্যবসা প্রতিষ্ঠান দখলের চেষ্টা
আঞ্চলিক প্রতিনধি, বরিশাল : চাঁদা না পেয়ে বিএনপির ব্যানার টাঙিয়ে দুই যুবদল নেতার বিরুদ্ধে এক সাংবাদিকের দোকান দখল চেষ্টার অভিযোগ পাওয়া গেছে। ঘটনাটি জেলার উজিরপুর উপজেলার শিকারপুর বন্দরের।
আজ রবিবার দুপুরে দোকান মালিক মো. মাহফুজুর রহমান মাসুম অভিযোগ করেন, তার দোকানটি দখল নেওয়ার জন্য শিকারপুর ইউনিয়ন বিএনপি ও তার অঙ্গ সহযোগী সংগঠনের কার্যালয়ের নামে ব্যানার টানিয়ে দেওয়া হয়েছে। মাসুম ওই এলাকার বীর মুক্তিযোদ্ধা মাহাবুবুর রহমানের ছেলে এবং উজিরপুর উপজেলা সাংবাদিক ইউনিয়নের সাধারণ সস্পাদক। এ ঘটনায় সাংবাদিক মাসুম উজিরপুর উপজেলা যুবদলের যুগ্ন আহবায়ক জালিস মাহমুদ মৃধা ও রুহুল কুদ্দুস হাওলাদারের বিরুদ্ধে উপজেলা নির্বাহী অফিসারের কাছে লিখিত অভিযোগ দায়ের করেছেন।
দোকান মালিক মাসুম বলেন, শিকারপুর বন্দরের চান্দিনা ভিটির চার শতক জমি বাৎসরিক ইজারায় নিয়ে ১৯৫০ সাল থেকে সেখানে দোকান নির্মাণ করে ব্যবসা শুরু করেন তারা বাবা বীর মুক্তিযোদ্ধা মো. মাহবুবুর রহমান। ২০১৫ সালে বাবার মৃত্যুর পর তিনি ও তার দুই ভাই দোকান পরিচালনা করে আসছেন। এরইমধ্যে ২০১৮ সালে তাদের দোকান দখলে নিয়ে শিকারপুর ইউনিয়ন আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের কার্যালয় করা হয়।
তিনি আরও বলেন, গত ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর আমি আমার দোকান বুঝে নেই। এরইমধ্যে আবার ওই দুই যুবদল নেতা আমার কাছে এক লাখ টাকা চাঁদা দাবি করে। পরে ১০ হাজার টাকা দিয়ে তাদের সাথে রফাদফা করি। এরপর যুবদল নেতা জালিছ মাহমুদ মৃধা দোকান ঘরটি সাময়িক সময়ের জন্য নির্ধারিত ভাড়া দেওয়ার মৌখিক প্রতিশ্রুতি দিয়ে ‘খাদ্য বান্ধব’ এর গোডাউন হিসেবে ব্যবহার শুরু করেন। পরবর্তীতে ওই যুবদল নেতাকে গোডাউন ঘর অন্যত্র সরিয়ে নেয়ার অনুরোধ করায় সে ক্ষিপ্ত হয়ে দোকান ঘর তালাবদ্ধ করে রাখেন। পরে বিএনপির কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য ও উপজেলার আহবায়ক এস সরফুদ্দিন আহমেদ সান্টুর ছবি সম্বলিত শিকারপুর ইউনিয়ন বিএনপির স্থায়ী কার্যালয়ের একটি ব্যানার টাঙিয়ে দোকান দখলের চেষ্টা করেন।
মাসুম আরও বলেন, বিষয়টি কেন্দ্রীয় বিএনপি নেতাকে জানানোর পর তিনি ব্যানার নামানোর নির্দেশ দেন। পরবর্তীতে ওই দুই যুবদল নেতা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ছবি সম্বলিত আরেকটি ব্যানার ঝুলিয়ে স্থায়ীভাবে দখলের চেষ্টা করেন।
এ ব্যাপারে উজিরপুর উপজেলা যুবদলের যুগ্ন আহবায়ক জালিস মাহমুদ মৃধা ও রুহুল কুদ্দুস হাওলাদারের সাথে যোগাযোগ করা হলে তারা বলেন, উজিরপুর পৌর এবং শিকারপুর ইউনিয়ন বিএনপি ও অঙ্গ সংগঠনের কিছু ব্যক্তি গিয়ে ওই ব্যানার টানিয়েছে। এ বিষয়ে আমরা কিছুই জানিনা।
উপজেলা বিএনপি সদস্য সচিব মো. হুমায়ুন খান বলেন, ওই দোকান ঘর সাংবাদিক মাসুমের। এটা আওয়ামী লীগ দখল করেছিল। এখন কিছু বিএনপি নেতা ব্যানার ঝুলিয়েছে বলে শুনেছি। অন্যের দোকান ঘরে ব্যানার লাগানোর কোনো সিদ্ধান্ত বিএনপি দেয়নি। উপজেলা বিএনপির আহবায়ক সরফুদ্দিন আহমেদ সান্টু দেশের বাহিরে। তিনি ফিরে আসার পর মাসুমকে তার দোকান বুঝিয়ে দেওয়া হবে।
জেলা যুবদলের সাধারণ সম্পাদক তসলিম উদ্দিন বলেন, সাংবাদিক মাসুম আমার কাছে এসে বিষয়টি জানিয়েছে। আমি যতটুকু জানতে পেরেছি পূর্ব শত্রুতার জেরধরে এ ঘটনা ঘটেছে। তবুও বিষয়টি খতিয়ে দেখে ব্যবস্থা গ্রহণ করা হবে।
বীর মুক্তিযোদ্ধা মরহুম মাহবুবুর রহমানের ছেলে সাংবাদিক মাহফুজুর রহমান মাসুমে লিখিত অভিযোগপ্রাপ্তির সত্যতা স্বীকার করে উজিরপুর উপজেলা নির্বাহী অফিসার মো. আলী সুজা বলেন, পুরো বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
(টিবি/এসপি/মার্চ ০৯, ২০২৫)