দলীয় নেতাকর্মীদের ওপর হামলা
রামপাল উপজেলা আহবায়কের বহিষ্কার দাবিতে বিএনপির মিছিল সমাবেশ
.jpg)
বাগেরহাট প্রতিনিধি : আওয়ামী লীগের সন্ত্রাসীদের সাথে নিয়ে বিএনপি নেতাকর্মীদের উপর হামলা-ভাঙচুরের নেতৃত্ব দেয়া বাগেরহাটের রামপাল উপজেলা বিএনপি আহবায়ক শেখ হাফিজুর রহমান তুহিনের বহিষ্কারের দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে ক্ষুব্ধ বিএনপির নেতাকর্মীরা।
আজ রবিবার সকালের দিকে রামপাল সদরে বিক্ষোভ মিছিলে উপজেলার ১০টি ইউনিয়নের কয়েক হাজার বিএনপি নেতাকর্মী ও সমর্থকেরা অংশ নেয়। বিক্ষোভ মিছিল শেষে রামপাল থানার সামনে অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য রাখেন রামপাল উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক মোস্তফা কামাল পাটোয়ারী হালিম, সদস্য সচিব কাজী জাহিদুল ইসলাম, শেখ ফিরোজ কবির, আলতাফ হোসেন বাবুসহ ক্ষুব্দ বিএনপি নেতারা।
সমাবেশে রামপালের বিএনটি নেতারা বলেন, গত ৫ আগস্টের পর থেকে স্বৈরাচারের দোসর খুলনা সিটির সাবেক মেয়র তালুকদার আব্দুল খালেক ও সাবেক উপমন্ত্রী হাবিবুন নাহারের দোসরদের সাথে নিয়ে চিংড়ি ঘের দখল, হামলা, লুটপাট ও ভাঙচুর চালিয়ে উপজেলাজুড়ে সন্ত্রাসের রাজত্ব কায়েম করেছেন উপজেলা বিএনপির আহবায়ক শেখ হাফিজুর রহমান তুহিন। তিনি উপজেলায় সন্ত্রাসীদের গডফাদারে পরিনত হয়েছেন। এরই ধারাবাহিকতায় গত বৃহস্পতিবার উপজেলার ঝনঝনিয়া, চেয়ারম্যান মোড়, ভাগা ও রনসেন এলাকায় তিনি আওয়ামী লীগের ক্যাডার বাহিনীর সদস্যদের সাথে নিয়ে বিএনপি নেতাকর্মীদের উপর হামলা-ভাঙচুরের নেতৃত দেন। হামলায় বিএনপির ১৫ নেতাকর্মী আহতসহ চিংড়ি ঘের ও বাড়ীঘর ভাংচুর করা হয়। এই হামলায় নের্তৃত্ব দেয়া উপজেলা বিএনপি আহবায়ক তুহিনকে দল থেকে বহিষ্কারের দাবি জানান। অন্যথায় দ্রুত কঠোর কর্মসূচি পালনের ঘোষণা দেয়া হবে বলে হুশিয়ারি দেন বক্তারা।
রামপাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সেলিম রেজা জানান, হামলা ও ভাঙচুরের ঘটনায় উপজেলা বিএনপির আহবায়ক শেখ হাফিজুর রহমান তুহিনসহ ২৮ জনের নামে বিএনপি কর্মী নজমল শেখ বৃহস্পতিবার রাতে থানায় মামলা করেছে। পুলিশ আসামীদের আটকের চেষ্টা চলছে বলেও জানান এই পুলিশ কর্মকর্তা।
(এস/এসপি/মার্চ ০৯, ২০২৫)