বিকাশ স্বর্নকার, সোনাতলা : বগুড়ার সোনাতলায় টাকা পয়সা লেনদেনকে কেন্দ্র মারপিটে দু'জন আহত হয়ে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।

আহতরা হলেন- ফাজিলপুর গ্রামের -মোঃ আব্দুল মান্নানের ছেলে মোঃ স্বপন মিয়া (২৫) একই গ্রামের মোঃ ওয়াজেদ আলীর ছেলে মোঃ আবু হানিফ মিয়া (৩৫)।

গতকাল শনিবার রাতে ঘটনাটি ঘটেছে উপজেলার দিগদাইড় ইউনিয়নের কর্পূর বাজার (বারোঘরিয়া রাস্তার) তিন মাথা মোড়ে।

এদিকে পুলিশ জানিয়েছেন, টাকা পয়সা সংক্রান্তে বিএনপি সমর্থক দু'পক্ষের মধ্যে এ সংঘর্ষের ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, আবু হানিফ ও বারোঘরিয়া গ্রামের মোঃ মতিয়ার রহমানের ছেলে মোঃ সজিব মিয়া (৩০), মোঃ বাবু মিয়া (২৫), মোঃ খাজা মিয়ার ছেলে মোঃ মিন্টু মিয়া (৩৩) এবং মোঃ মতিয়ার রহমান (৫০)’র মধ্যে টাকা পয়সা লেনদেনকে কেন্দ্র করে উভয়ের মধ্যে কথা কাটাকাটি হয় একপর্যায়ে সংঘর্ষের ঘটনা ঘটে। এতে আবু হানিফ ও স্বপন মিয়া প্রতিপক্ষের মারপিটে গুরুতর আহত হন। স্থানীয়রা তাদের উদ্ধার করে বগুড়া শজিমেক হাসপাতালে ভর্তি করেন।

এ বিষয়ে সোনাতলা থানার পুলিশের উপ-পরিদর্শক আক্কাস আলী জানান, গত শনিবার রাতে ঘটনাটি জানতে পেরে কর্পূর বাজারে গিয়েছিলাম তবে টাকা লেনদেনকে কেন্দ্র করে বিএনপির দু'পক্ষের মধ্যে সংঘর্ষ হয়। এতে আবু হানিফ মিয়া ও স্বপন মিয়া নামে প্রতিপক্ষের আঘাতে দু'জন গুরুত্বর আহত হয়ে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি আছে। এ বিষয়ে এখন পর্যন্ত আহতদের পরিবারের পক্ষে থেকে অভিযোগ করেনি।

(বিএস/এসপি/মার্চ ০৯, ২০২৫)