নগরকান্দায় কালো সোনা খ্যাত পেঁয়াজ বীজের বাম্পার ফলন

প্রসেনজিৎ বিশ্বাস, নগরকান্দা : ফরিদপুরের নগরকান্দায় পেঁয়াজ বীজের বাম্পার ফলনে কৃষকের মুখে হাসি ফুটেছে তবে,কীটনাশকের দাম বৃদ্ধি আর কতৃপক্ষের সঠিক নজরদারি কথা বলছেন চাষীরা।
উপজেলায় বিভিন্ন অঞ্চলের বিস্তীর্ণ ফসলের মাঠে বাতাসের সাথে দোল খাচ্ছে সাদা সাদা পেঁয়াজের ফুল। তার মধ্যেই লুকিয়ে আছে কালো সোনা বলে খ্যাত পেঁয়াজ বীজ। আর এই বীজের মধ্যেই লুকিয়ে আছে কৃষকের সোনালী স্বপ্ন।
সারাদেশের মধ্যে ফরিদপুরে সবচেয়ে বেশি চাষ এবং উৎপাদিত হয় এই কালো সোনা বলে খ্যাত পেঁয়াজের দানার। উপযোগী আবহাওয়া এবং মাটির উর্বরতা ভালো থাকায় নগরকান্দা উপজেলার মনোহরপুর গ্রামের কৃষক হায়দার মাতুব্বর (৪৫) তার (৬৫ শতক) জমিতে লাল তীর হাইব্রিড জাতের পিঁয়াজের গুটি আবাদ করেন। খরচ ১ লাখ ২৫ হাজার টাকা যা থেকে তিনি উৎপাদনের আশা করছেন ৩ থেকে ৪ মন। বর্তমান বাজার মূল্য লাভের আশা করছেন ৫ থেকে ৬ লাখ টাকা। এছাড়াও তার পার্শ্ববর্তী আতিকুর রহমান, মোহাম্মদ বকুল একই কথা বলেন।চলতি বছরে উৎপাদন ভালো হওয়ায় এ চাষের প্রতি ঝুঁকছেন চাষিরা।
তবে স্থানীয় হাট বাজার গুলোতে ব্যবসায়ীদের সার কীটনাশকের সিন্ডিকেট আর অ-ব্যাস্থাপনা থাকায় উচ্চ মূল্য দিয়ে কেনার কথা বলেন পেঁয়াজ চাষীরা।
লস্করদিয়া ইউনিয়নের দায়িত্বে থাকা সহকারী কৃষি অফিসার দিবাকর বিশ্বাস বলেন, সকল ধরনের সুযোগ-সুবিধা এবং তথ্য ও পরামর্শ দিয়ে পাশে থাকার কথা।
নগরকান্দা উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ তিলক কুমার ঘোষ বলেন চলতি মৌসুমে উপজেলায় মোট ৫১ হেক্টর জমিতে আবাদ হয়েছে, যা গত বছরের চাইতে ৫ হেক্টর বেশি।কীটনাশকে যদি কেউ এক টাকাও বেশি নিতে চায় অভিযোগ দিতে।
(পিবি/এএস/মার্চ ০৯, ২০২৫)