পাকিস্তান ভ্রমণের ক্ষেত্রে সতর্কতা জারি যুক্তরাষ্ট্রের

আন্তর্জাতিক ডেস্ক : পাকিস্তান সফরের ক্ষেত্রে নিজেদের নাগরিকদের ওপর সতর্কতা জারি করেছে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তর। দেশটিতে সফরের ক্ষেত্রে মার্কিনিদের পুনর্বিবেচনা করার আহ্বান জানানো হয়েছে। সম্ভাব্য সন্ত্রাসী হামলা ও সশস্ত্র সংঘাতের ঝুঁকির কারণেই এই সতর্কতা জারি করা হয়েছে।
পররাষ্ট্র দপ্তরের কনস্যুলার অ্যাফেয়ার্স ব্যুরো কর্তৃক জারি করা লেভেল-৩ ভ্রমণ সতর্কতায় বলা হয়েছে, সন্ত্রাসীরা সামান্য বা কোনো সতর্কতা ছাড়াই পরিবহনকেন্দ্র, বাজার, শপিং মল, সামরিক স্থাপনা, বিমানবন্দর, বিশ্ববিদ্যালয়, পর্যটনকেন্দ্র, স্কুল, হাসপাতাল, উপাসনালয় ও সরকারি স্থাপনা লক্ষ্য করে হামলা করতে পারে।
বৈশ্বিক সন্ত্রাসবাদ সূচকের প্রতিবেদন অনুযায়ী, পাকিস্তান ২০২৪ সালে বিশ্বের দ্বিতীয় সর্বাধিক সন্ত্রাসবাদ প্রভাবিত দেশ হিসেবে আবির্ভূত হয়েছে।
পাকিস্তানে সন্ত্রাসবাদ সম্পর্কিত মৃত্যুর হার ৪৫ শতাংশ বৃদ্ধি পেয়েছে, ২০২৩ সালে নিহতের সংখ্যা ৭৪৮ থেকে বেড়ে ২০২৪ সালে এক হাজার ৮১ জনে দাঁড়িয়েছে।
তাছাড়া দেশটিতে সন্ত্রাসী হামলার সংখ্যা ২০২৩ সালের ৫১৭ থেকে দ্বিগুণেরও বেশি হয়ে ২০২৪ সালে এক হাজার ৯৯ হয়েছে।
এই সপ্তাহের শুরুতে খাইবার পাখতুনখোয়ার বান্নু সেনানিবাসে সন্ত্রাসী হামলায় কমপক্ষে পাঁচ সেনা ও ১৩ জন বেসামরিক নাগরিক নিহত হন। এরপর নিরাপত্তা বাহিনী ১৬ সন্ত্রাসীকে হত্যা করে।
মার্কিন পররাষ্ট্র দপ্তরের থেকে আরও জানানো হয়েছে, পাকিস্তানের নিরাপত্তা পরিবেশ এখনো একই রকম রয়েছে। যা মাঝে মাঝেই পরিবতর্তিত হচ্ছে।
তথ্যসূত্র : জিও নিউজ
(ওএস/এএস/মার্চ ০৮, ২০২৫)